সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক নগরী দুবাইয়ের মামজার পার্কে কুমিল্লা-২ হোমনা তিতাস প্রবাসি কল্যাণ পরিষদের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার এ উপলক্ষে পাঁচ শতাধিক প্রবাসিদের মিলনমেলায় মিনি কুমিল্লা রূপ নেয় মামজার পার্ক। আয়োজিত অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল আওয়াল। সহ সভাপতি মনির হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক এস,ডি,তারিকুল ইসলাম দূর্জয়। এ সময় বক্তব্য রাখেন উপদেষ্টা নুরুল ইসলাম, ফিরোজ খান, হারুন অর রশীদ,সিনিয়র সহ সভাপতি মোস্তফা কামাল, সহসাধারণ সম্পাদক -মিজানুর রহমান ,সহ-সভাপতি আইয়ুব নবী, আবুল হোসেন, অলী আহাম্মদ, আলামিন, সবুজ, রিগেন,রহমতুল্লাহ, আবু হানিফ, সোহাগ, মোহাম্মদ ফারুক, মহিলা সম্পাদক শাহনাজ বেগম সহ আরও অনেকে।
পরে নানা রকম দেশীয় খেলাধুলা এবং দেশজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেষে নানা প্রতিযোগিতায় বিজযীদের পুরস্কৃত করা হয়।
প্রসঙ্গত, কুমিল্লা-২, হোমনা তিতাসের প্রবাসিদের কল্যাণের পাশাপাশি দেশের সামাগ্রিক উন্নয়নে এ সংগঠন কাজ করবে বলে জানা গেছে। স্থানীয় সাংসদ এবং সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক সেলিমা আহমদ মেরি এমপির নির্দেশনায় ইতোমধ্যে মানব কল্যাণের নানা কাজে ভূয়সি প্রশংসা কুঁড়িয়েছে।