বাংলাদেশর রেমিটেন্সে ব্যাপক ভূমিকা রাখছে ডি এক্স এন। ডিরেক্ট সেলিং বিজনেস পদ্ধতির কল্যাণে মধ্যপ্রাচ্যের কম আয়ের বাঙলাদেশিরা এর তেকে আয় করে দেশের রেমিটেন্সকে সমৃদ্ধ করছে। ডি এক্স এন থেকে বাংলাদেশে আগামিতে বিনিয়োগ করা হচ্ছে এ জন্য বাংলাদেশ সরকারের যথাযথ সহযোগিতা চেয়েছেন প্রবাসিরা। দুবাইয়ে বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে ডি এক্স এন এর বাংলাদেশি গ্রাহকদের মিলনমেলায় এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার দুবাইয়ের নিউ ওয়ার্ল্ড প্রাইভেট স্কুল মিলনায়তনে সহস্রাধিক বাংলাদেশির উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের কমার্শিয়াল কাউন্সেলর কামরুল হাসান।
আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ডি এক্স এন এর মিডল ইস্ট মার্কেটিং সেলিম সাজির।এ সময় বক্তব্য রাখেন ডাবল ডায়মন্ড ওমর ফারুক, গোল্ড ডায়ামন্ড শাহজাজান ননি, ট্রিপল ডায়ামন্ড আরবী নাগরিক আহমেদ মনসুর, এক্সিকিউটিভ ক্রাউন ডায়ামন্ড হারুনুর রশিদ, সৌদি আরবের মার্কেটিং পরিচালক দেলোয়ার হোসেন, আন্তর্জাতিক মার্কেটিং পরিচালক জিজিৎ এনকে সহ আরো অনেকে।
এ সময় নানা সময়ে এ ব্যবসায় সফল অর্ধশত বাংলাদেশিকে সম্মাননা প্রদান করা হয়।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে আগত ক্লোজ আপ ওয়ান তারকা রানা খান সহ স্থানীয় শিল্পীরা এ সময় প্রবাসি দর্শকদের দেশর গান আর নাচে মাতিয়ে রাখেন।