যথাযোগ্য মর্যাদা ও্উৎসব সুখর পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশের ৪৯তম মহান বিজয় দিবস উদযাপন করেছে ইতালি ছাত্রলীগ।
১৬ই ডিসেম্বর সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষ্যে ইতালি ছাত্রলীগ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতালি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি জুয়েল আহমদ রাজু । সংগঠনের সহ-সভাপতি কয়েস আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিলান মহানগর আওয়ামী লীগের সভাপতি রহমান খান।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মিলান লোম্বার্দিয়া আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ তুহিন মাহমুদ , মিলান লোম্বার্দিয়া আওয়ামী লীগের প্রচার সম্পাদক মামুন খান, মিলান লোম্বার্দিয়া আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক আব্দুল বাসিত দলই, আওয়ামী লীগ নেতা রুহুল আমিন রাহুল, মিলান মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহ আলম, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইতালির ছাত্রলীগের সহ-সভাপতি জুবায়ের আহমদ শিশু, কয়ছর আলম, জুনায়েদ আহমেদ জুনেদ, আলী আছকর,শেখ সাজু, সৈয়দ মাহবুব আঁখি,দিবাকর, আলী হায়দার মিহাজ আহমেদ, সোহাগ মিয়া, নানু মিয়া রাসেল আহমেদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তাগণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং সকলস্তরের মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তাঁরা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর নের্তৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।