রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
বাংলাদেশে ব্রিটিশ-বাংলাদেশিদের সম্পদ সুরক্ষায় অন্তবর্তীকালীন সরকারকে জরুরী পদক্ষেপ গ্রহণ করতে হবে  » «   ইস্টহ্যান্ডস চ্যারিটির উদ্যোগে ক্যাপাসিটি বিল্ডিং কর্মশালায় বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণ  » «   হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের  বিরুদ্ধে নীতিহীন কর্মকান্ডের অভিযোগ  » «   সাংবাদিক ক্যারলকে গ্লোবাল জালালাবাদ ফ্রান্সের বিশেষ সম্মাননা প্রদান  » «   গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের আন্তর্জাতিক জালালাবাদ উৎসব প্যারিস অনুষ্ঠিত  » «    সাকিব : নক্ষত্রের কক্ষচ্যুতি  » «   লন্ডনে ইউরোপের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী চাটগাঁয়ে মেজবান ৬ অক্টোবর রবিবার  » «   ১১তম মুসলিম চ্যারিটি রান ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে  » «   ৭৫ শেফ এর অংশগ্রহণে বিসিএর শেফ অব দ্যা ইয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত  » «   ৩০ বছরেও ধরা পড়েনি কোনো আসামী, বিচারের দাবীতে মেয়ের সংবাদ সম্মেলন  » «   ইস্টহ্যান্ডসের ফ্রি স্মার্ট ফোন পেলেন ৪০ জন  » «   সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য পদক ২০২৪’পেলেন কবি, সাহিত্যিক ও সংগঠক ফারুক আহমেদ রনি  » «   টাওয়ার হ্যামলেটসে হোমলেসনেস-এর প্রস্তাবিত নতুন পলিসি সাসপেন্ড করেছেন নির্বাহী মেয়র লুৎফুর  » «   লন্ডনে বিসিএ এ্যাওয়ার্ডস ২৮ অক্টোবর থাকছে নানা চমকপ্রদ আয়োজন  » «   বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৩২নং বাসভবন ভস্মীভূত এবং ভাস্কর্য ভাংচুরের নিন্দা ও প্রতিবাদ  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

প্রবাস বাংলা পত্রিকার ১০ম বর্ষে পদার্পন উৎসব
১০ বরেণ্য কমিউনিটি ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

ব্যাপক আয়োজনে কমিউনিটির সর্বস্থরের মানুষের উপস্থিতি নর্থ ইংল্যান্ড থেকে প্রকাশিত প্রবাস বাংলা পত্রিকার ১০ম বর্ষে পদার্পন অনুষ্ঠান এবং প্রবাসবাংলা টিবির ৩য় জন্ম বার্ষিকী উদযাপিত হয়েছে গত ১৬ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবসের ৪৯তম বার্ষিকীতে। ‘প্রবাসে কমিউনিটির কথা বলে’ এই শ্লোগান নিয়ে যাত্রা করা প্রবাস বাংলা পত্রিকার প্রধান সম্পাদক ফারুক যোশী, সম্পাদক এম আফজাল রাব্বানী, সাব এডিটর এম আহমেদ জুনেদ, নির্বাহী সম্পাদক দিলওয়ার হোসাইন শিবলী এবং বিজনেস সম্পাদক আমিন বাবর চৌধুরীর বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির মূল কার্যক্রম শুরু হয়। তার আগে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

পত্রিকাটির দীর্ঘ নয় বছরের পথ পরিক্রমার সংগ্রাম-সাফল্যের বিভিন্ন দিক তোলে ধরেন প্রবাসবাংলার সম্পাদক মন্ডলী। ওল্ডহ্যাম শহরের স্থানীয় ইষ্টার্ন প্যাভিলিয়ন ব্যাংকুইটিং হলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অথিতি হিসেবে আলোচনায় অংশ নেন ওলডহ্যামের ডেপুটি লিডার কাউন্সিলার আব্দুল জব্বার, কাউন্সিলার লুৎফর রহমান, কাউন্সিলার আব্দুল মালিক, কাউন্সিলার ফজলুল হক, ওল্ডহাম কাউন্সিলের সাবেক কাউন্সিলার জাভেদ ইকবাল, কাউন্সিলার শোয়েব আখতার, সাবেক কাউন্সিলার মোজাক্কির আলী, কাউন্সিলার মোহাম্মদ এলায়েছ। এছাড়াও অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ম্যানচেষ্টার আওয়ামীলীগের সভাপতি সুরাবুর রহমান, ওল্ডহ্যাম বিএনপি’র সভাপতি জামাল উদ্দিন, কমিউনিটি ব্যক্তিত্ব মোজাহিদ খান প্রমূখ। অনুষ্ঠানে লন্ডন, ম্যানচেষ্টার, রচডেল, বার্মিংহাম, লিভারপুল, বার্নলী, লীডস, ব্রাডফোর্ড সহ ইংল্যান্ডের বিভিন্ন শহরে থেকে আসা প্রিন্টস ও ইলেট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন মাওলানা-আব্দুল কাইয়ুম কামালী ।

অনুষ্ঠানে প্রবাসবাংলার উদ্যোগে এ বছর ১০জন কমিউনিটি ব্যক্তিত্বকে সম্মাননা দেয়া হয়। তন্মধ্যে ৫জনকে মরণোত্তর এবং ৫জনকে আজীবন সম্মানা প্রদান করা হয়। আজীবন সম্মাননা প্রাপ্তরা হলেন নর্থ ইংল্যান্ডের অন্যতম কমিউনিটি ব্যক্তিত্ব, প্রবাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সামছুদ্দিন আহমেদ এমবিই, কমিউনিটি ব্যক্তিত্ব গোলাম মোস্তফা এমবিই, হাসান চৌধুরী, আব্দুল মোছাব্বির এমবিই এবং কমিউনিটি সংগঠক মোহাম্মদ আব্দুল মান্নান। এছাড়া মরণোত্তর সম্মাননা প্রাপ্তরা হলেন স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক কমিউনিটি ব্যক্তিত্ব মরহুম আব্দুল মতিন, মরহুম খন্দকার নাজির আহমেদ, আলহাজ্ব মোবাশ্বির খান, আলহাজ্ব মাকছুদ আলী এবং আলহাজ্ব সমুজ মিয়া। উপস্থিত অতিথিবৃন্দ প্রবাস বাংলার পক্ষ থেকে সম্মাননা সনদ এবং ক্রেস্ট প্রদান করেন।

এখানে উল্লেখ্য যে, প্রবাস বাংলা পত্রিকা প্রকাশের পাশাপাশি কমিউনিটিতে প্রেরণা জোগাতে কিশোর তরুনদের জন্যে বিভিন্ন কাজও করে থাকে। প্রতি বছর বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের রিকগনিশন দিতে জাকজমকপূর্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।সারা ব্রিটেনের ভিন্ন কমিউনিটির ছাত্র-ছাত্রী ও কলেজ বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ব্রিটিশ এমপি-মন্ত্রিদের উপস্থিতিতে এ অনুষ্ঠানটি কমিউনিটিতে এক জনপ্রিয় অনুষ্ঠান হিসেবে পরিচিত। এছাড়া প্রবাস বাংলা ব্যডমিন্টন প্রতিযোগীতায় সমগ্র ইংল্যান্ড থেকে প্রতিবছর প্রায় দুই শতাধিক খেলোয়াড় অংশগ্রহন করেন। শত-সহশ্র দর্শনার্থীদের উপস্থিতিতিতে এ প্রতিযোগীতা স্থানীয় যুবক-তরুনদের ক্রীড়াক্ষেত্রে রেখে যাচ্ছে এক উল্লেখযোগ্য অবদান।

সন্ধ্যা সাতটা থেকে রাত ১১টা পর্যন্ত চলা প্রবাস বাংলার এ অনুষ্ঠান ভোজসভার মাধ্যমে সমাপ্তি হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যি দিয়ে ১০ম বর্ষ পূর্তি উৎসবের সমাপ্তি হয় ।


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন