বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে গ্রেটার ম্যানচেষ্টার আওয়ামীলীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। গত ১৭ ডিসেম্বর দুপুরে অনষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ছুরাবুর রহমান। জিএমবিএ’র হল রুমে অনুষ্ঠিত এ সভাটি পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক এডভোকেট মীর গোলাম মোস্তফা। সভার শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন আব্দুল হান্নান।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা: নজরুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি আব্দুল মান্নান মনাফ, গৌছ মিয়া,সৈয়দ মাহমুদুর রহমান, যুগ্ন সম্পাদক রুহুল আমীন রুহেল, রুহুল আমীন চৌধুরী মামুন, ডি,এন, কোরেশী, ম্যানচেষ্টার সিটি আওয়ামী লীগের উপদেষ্টা গনী আহমদ চৌধুরী, ম্যানচেষ্টার সিটি আওয়ামী লীগের সভাপতি ওয়েছ কামালী, ম্যানচেষ্টার আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গৌছুল ইমাম চৌধুরী সুজন, ম্যানচেষ্টার সিটি আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল হান্নান, সাধারন সম্পাদক শেখ জাফর আহমদ, যুগ্ন সম্পাদক ইব্রাহীম খলিল, ম্যানচেষ্টার আওয়ামীলীগের অর্থ সম্পাদক সাইকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান, বশর মিয়া , বাহার উদ্দীন, আজম চৌধুরী, চট্রগ্রাম এসোসিয়েশনের চেয়ারম্যান নাসিরুল আলম, যুবলীগের সাধারন সম্পাদক জামাল উদ্দীন কাওসায় , সেচ্ছাসেবক লীগের সভাপতি আমিনুল হক অয়েছ, সাধারন সম্পাদক ফয়জুল হক জুয়েল সহ স্থানীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় শহীদদের স্মরণে দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। এছাড়া বক্তারা মহান একাত্তরের সকল শহীদের রুহের মাগফেরাত করেন এবং তাঁদের বিদেহী আত্নার শান্তি কামনা করেন। তারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার উদাত্ত আহবান জানান।