ম্যানচেষ্টারেও যথাযত মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে পালিত হল মহান বিজয় দিবস। বাংলাদেশের ৪৮ তম মহান বিজয় দিবস উপলক্ষে ম্যানচেস্টার সহকারী হাইকমিশন আয়োজিত আলোচনা সভায় বক্তারা গভীর শ্রদ্ধার সাথে স্মরন করেন মহান মুক্তিযুদ্ধের বীর সৈনিকদের, যাদের আত্নত্যাগের বিনিময়ে বিশ্বের মানচিত্রে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা।
রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিবারের ন্যায় এবারও ম্যানচেস্টার সহকারী হাইকমিশন আয়োজন করে এ আলোচনা সভার।
হাইকমিশন প্রাঙ্গনে জাতিয় পতাকা উত্তলনের মধ্যদিয়ে আলোচনা সভাটি শুরু হয়।
স্বাধীনতা সংগ্রামে নিহত সকল শহীদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে মাননীয় রাষ্টপতি, প্রধান মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট প্রতিমন্ত্রীর বানী পাঠ করেন যথাক্রমে সহাকারী হাইকমিশনার আবু নাসের মোহাম্মদ আনওয়ারুল ইসলাম, মাহমুদা খানম, কামাল হোসেন প্রধান ও মো:ছবুর আহমেদ।
উক্ত আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধ ও আমাদের স্বাধীনতার উপর প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।
মানচেষ্টার সহকারী হাই কমিশনের আমন্ত্রনে নর্থওয়েষ্টের বিভিন্ন শহর থেকে বিশিস্ট ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ,সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী ও পেশার জনসাধারন এতে অংশ গ্রহন করে বক্তব্য রাখেন।
মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারন করতে গিয়ে অনেকেই অশ্রুসিক্ত হয়ে পড়েন।বক্তারা প্রবাসে বেড়ে উঠা আমাদের নবপ্রজন্মের কাছে আমাদের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতরি সঠিক ইতিহাস তুলে ধরার প্রতি গুরুত্ব আরোপ করেন।
অনুষ্টানটি যৌথ ভাবে পরিচালনা করেন মাহমুদা খানম ও মো:জিল্লুর রহমান।
ম্যানচেষ্টার সহকারী হাই কমিশনার আবু নাসের মোহাম্মদ আনওয়ারুল ইসলামের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্টানটি শেষ হয়।উল্লেখ্য যে, বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর বিকেলে স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সহকারী হাইকমিশন।