ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসু ভিপি নুরুল হকসহ শিক্ষার্থীদের উপর হামলা করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন সহ আহত হয়েছেন অনেক শিক্ষার্থী।
সম্প্রতি ভারতে নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদ করায় সেখানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলা চালায় পুলিশ। এতে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের দাবির প্রতি সংহতি এবং নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধনের ডাক দেন ডাকসু ভিপি নুরুল হক নুর।
ডাকসু ভিপি’র রাজু ভাস্কর্যে সমাবেশের প্রস্তুতি নেয়ার সময়ে হঠাৎ বাধা দেয় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা। এক পর্যায়ে তারা ডাকসু ভিপি নুরুল হক নুর, সমাজসেবা সম্পাদক আখতার হোসন সহ বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ রাশেদ খান, ফারুক হোসেন সহ অন্যদের উপর হামলা করে।
হামলায় আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।ঢামেক জরুরি বিভাগে চিকিৎসাধীন ভিপি নুরুল হক নুর, রবিউল ইসলাম, আমিনুল ইসলাম, নাহিদ, আব্দুল কাদের, আকরাম হোসেন, মেহেদী হাসান, রিফাত উল্লাহ।
হামলা পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে নুরুল হক বলেন, দেশের স্বার্থবিরোধী আর কোন সিদ্ধান্ত আমরা নিতে দিব না। বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির কারণ এই স্বৈরাচার সরকার।