যথাযত মর্যাদায় আনন্দ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বার্সেলোনা মহিলা সমিতি বাংলাদেশের ৪৯তম বিজয় দিবস উদযাপন করেছে।রোববার (১৫ই ডিসেম্বর) স্থানীয় সময় বিকেলে বার্সেলোনার একটি হলরুমে মহিলা সমিতি বার্সেলোনার উদ্যোগে বিজয় দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মহিলা সমিতি বার্সেলোনার সভাপতি মেহেতা হকের সভাপতিত্বে বিজয় দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের অনারারী কনস্যুলার রামন পেদ্রো।
মহিলা সমিতির সদস্য মুন্নি ও রিতার যৌত পরিচালনায় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান শুরু হয় সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে।অনুষ্ঠানে আগত বার্সেলোনার বিভিন্ন সামাজিক ও রাজনৈতীক সংগঠনের অতিথিদের পরিচয় করিয়ে দেন সংগঠনের সভাপতি মেহতা হক।অতিথিরা তাদের বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং মহান স্বাধীনতার জন্য যারা জীবন বাজী রেখেছিলেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরন করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে বার্সেলোনার স্থানীয় সঙ্গীত,নৃত্য ও শিশু শিল্পীরা অংশগ্রহণ করেন ।কবিতা আবৃত্তি,রীন্দ্র সঙ্গীত,ফ্যাশন শো,নৃত্য পরিবেশন সহ দেশীয় বিভিন্ন গান পরিবেশন করেন বার্সেলোনার স্থানীয় শিল্পিরা।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্সেলোনার নারী সংগঠন বন্ধু সুলভ মহিলা সমিতির নেতৃবৃন্দ সহ স্থানীয় বিভিন্ন সামাজিক,রাজনৈতিক সংগঠন সহ স্পেন বাংলা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দরা ।