সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম কৌশলী ব্যারিস্টার এনামুল কবীর ইমনকে আওয়ামী লীগের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক করার দাবি জানিয়েছেন আরব আমিরাতের আওয়ামী কর্মীরা। আল আইনে দক্ষিণ আমিরাত আওয়ামী লীগের অভিষেকে বক্তারা এ দাবি জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন- প্রবাসেও আওয়ামী লীগ কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের উন্নয়ন ভিনদেশিদের কাছে তুলে ধরে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে। সেই সাথে জননেত্রীর দুর্নীতি বিরোধি অভিযানে সকল নেতাকর্মিকে সাথে থাকতে তিনি আহবান জানান।
বৃহস্পতিবার আল আইনের একটি রেস্তোরায় আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন আবুধাবি দক্ষিণ আমিরাত আওয়ামী লীগের সভাপতি কাছা উদ্দিন কাছা।
সাধারণ সম্পাদক এম বদরুল হোসেন সিদ্দিকীর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজী শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন আমিরাতের সভাপতি লায়ন নজরুল ইসলাম তালুকদার, আবুধাবী আওয়ামী লীগের সভাপতি হাবিবুল হক হাবিব, দক্ষিণ আমিরাত আওয়ামী লীগের সহ-সভাপতি রহমত আলী শোয়েব, আজমান আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা সালাহউদ্দিন মধু, শারজাহ আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা বচন মিয়া তালুকদার, হাজী আব্বাস উদ্দিন, ফুজিরা আওয়ামী লীগের সভাপতি আব্বাস উদ্দিন, দক্ষিণ আমিরাত আওয়ামীলীগের উপদেষ্টা ফুল মিয়া, নিরঞ্জন দেবনাথ এসপিআর। স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ আমিরাত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম আবুল হাসনাত।
আরো বক্তব্য রাখেন আমিরাত আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক খালেদ আহমদ, নজরুল ইসলাম রুহেল, মইন উদ্দিন মইন, আকতার হোসেন রাজু, নাসের আহমদ, নাবিল আহমদ, হারুন আহমদ, মুকিত আহমদ, আমিনুল ইসলাম, তারেকুর রহমান রুবেল, শিপু আহমদ, দাবইল আহমদ মোস্তফা কামাল ফরায়েজী সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এছাড়া টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সহ ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী আফতাব উদ্দিন।
অনুষ্ঠানে আগত অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।