সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশ ১৯৭১ সালে নিজেদের পরিচয় পেয়েছে। তাই এ দু দেশের বন্ধুসম সম্পর্ক আজীবন টিকিয়ে রাখতে সকল প্রবাসিকে আন্তরিক থাকার আহবান জানিয়েছেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। তিনি রাস আল খাইমার বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল এন্ড কলেজ আয়োজিত আমিরাতের জাতীয় দিবস এবং বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বৃহস্পতিবার স্কুল প্রাংগনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্কুল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি তাজ উদ্দিন। স্কুলের শিক্ষক আজিজুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুবাইয়ে নিযুক্ত কন্সাল জেনারেল ইকবাল হোসেন খান, স্কুলের অধ্যক্ষ হাবিবুর রহমান, ব্যবসায়ি রাজা মল্লিক সহ আরো অনেকে।
আগামি বছরের শুরুতে এ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকিতে এ স্কুল বঙ্গবন্ধুর নামেই বিশাল আকারে যাত্রা করার সকল প্রস্তুতি শেষ বলেও অনুষ্ঠানে জানানো হয়েছে।