সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ যুবলীগের সপ্তম কংগ্রেসের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। শুক্রবার শারজাহের একটি রেস্তোরায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিরাত যুবলীগের আহবায়ক রফিকুল হক।
সংগঠনের সদস্য সচিব কামরুল হাসান জুয়েলের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন দুবাই বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুস সবুর। প্রধান বক্তা ছিলেন আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সেলিম উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু স্বৃতি সংসদের সংযুক্ত আরব আমিরাতের সভাপতি এম এ মুছা, আওয়ামী লীগ নেতা এরশাদ হোসেন হিরো, সি এম আব্দুল্লাহ, আবুধাবী বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি আব্দুস সামাদ, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম, বঙ্গবন্ধু স্বৃতি সংসদ রাস আল খাইমাহর উপদেষ্টা জসিম উদ্দিন মল্লিক।
স্বাগত বক্তব্য রাখেন আবুধাবী যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুব খন্দুকার ও ফুজিরা যুবলীগের সভাপতি জাকির হোসেন।
আরো বক্তব্য রাখেন আলআইন যুবলীগের সভাপতি তারেকুর রহমান চৌধুরী রুবেল, আবুধাবী যুবলীগের সভাপতি জাকির হোসেন জসিম, আজমান যুবলীগের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক রুপন শর্মা, আবুধাবী যুবলীগের সহ সভাপতি সৈয়দ রাসেল, সাবেক ছাত্রনেতা মজনু খান, আজমান যুবলীগ নেতা রুবেল সিকদার, জাফর চৌধুরী, সাবেক যুবলীগ নেত্রী প্রিয়াংকা খন্দকার প্রমুখ।
অনুষ্ঠানে আহবায়ক রফিকুল হককে সভাপতি, সদস্য সচিব কামরুল হাসান জুয়েলকে সাধারণ সম্পাদক এবং প্রকৌশলী বেলাল উদ্দিন রনিকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়।