লিবিয়ার পশ্চিম উপকূল থেকে দুই শতাধিক অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী। জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। তবে এদের মধ্যে কোন দেশের কতজন নাগরিক রয়েছেন তা জানা যায়নি।
শনিবার (৩০ নভেম্বর) আইওএম এক টুইটে জানায়, নৌবাহিনীর মাধ্যমে উদ্ধার হওয়া এসব অভিবাসীরা তীরে এসে পৌঁছেছেন। এ নিয়ে গত কয়েকদিনে একই এলাকা থেকে প্রায় পাঁচ শতাধিক অভিবাসীকে উদ্ধার করেছে লিবিয়ার নৌবাহিনী।
আফ্রিকা ও এশিয়ার নাগরিকরা উন্নত জীবনযাপনের আশায় ইউরোপ পাড়ি দিতে লিবিয়া উপকূলকে বেঁছে নিচ্ছেন। গত ২৬ নভেম্বর মরক্ক হয়ে সাগর পথে স্পেন বর্ডারে ঢোকার সময় নৌকা ডুবে প্রাণ যায় অন্তত ১৮ জন অভিবাসীর এর মধ্যে ৬ বাংলাদেশী মৃত্যু বরন করেছেন, অনেকের লাশ এখনো খুজে পাওয়া যায়নি।অনেক বাংলাদেশী পরিবারের স্বজনরা আমাদের সাথে যোগাযোগ করে তাদের সন্তানের খোঁজ নেওয়ার চেস্টা করছেন কিন্তু কোন খুজ পাওয়া সম্ভব হচ্ছেনা।এ ব্যাপারে স্পেনে নিযুক্ত বাংলাদেশ দূতাবের সাথে যোগাযোগ করলেও তারা এখনো পর্যন্ত কোন লাশের খবর দিতে পারছেননা ।
উল্লেখ করা যেতে পারে যে, সাগর পাড়ি দিতে গিয়ে প্রায়ই ঘটছে এরকম প্রাণহানির ঘটনা।