মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের  বিরুদ্ধে নীতিহীন কর্মকান্ডের অভিযোগ  » «   সাংবাদিক ক্যারলকে গ্লোবাল জালালাবাদ ফ্রান্সের বিশেষ সম্মাননা প্রদান  » «   গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের আন্তর্জাতিক জালালাবাদ উৎসব প্যারিস অনুষ্ঠিত  » «    সাকিব : নক্ষত্রের কক্ষচ্যুতি  » «   লন্ডনে ইউরোপের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী চাটগাঁয়ে মেজবান ৬ অক্টোবর রবিবার  » «   ১১তম মুসলিম চ্যারিটি রান ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে  » «   ৭৫ শেফ এর অংশগ্রহণে বিসিএর শেফ অব দ্যা ইয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত  » «   ৩০ বছরেও ধরা পড়েনি কোনো আসামী, বিচারের দাবীতে মেয়ের সংবাদ সম্মেলন  » «   ইস্টহ্যান্ডসের ফ্রি স্মার্ট ফোন পেলেন ৪০ জন  » «   সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য পদক ২০২৪’পেলেন কবি, সাহিত্যিক ও সংগঠক ফারুক আহমেদ রনি  » «   টাওয়ার হ্যামলেটসে হোমলেসনেস-এর প্রস্তাবিত নতুন পলিসি সাসপেন্ড করেছেন নির্বাহী মেয়র লুৎফুর  » «   লন্ডনে বিসিএ এ্যাওয়ার্ডস ২৮ অক্টোবর থাকছে নানা চমকপ্রদ আয়োজন  » «   বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৩২নং বাসভবন ভস্মীভূত এবং ভাস্কর্য ভাংচুরের নিন্দা ও প্রতিবাদ  » «    অদ্ভুত দেশপ্রেম ও খাঁটি ব্যক্তিগত স্বার্থ  » «   বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবারে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

বিয়ানীবাজার ক্যান্সার এবং জেনারেল হাসপাতালের লাইফ মেম্বার এওয়ার্ড অনুষ্ঠান সম্পন্ন
চ্যারেটি ডিনারে ৮৪ হাজার পাউন্ড দানের প্রতিশ্রুতি



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

 

 

 

 

যুক্তরাজ্য ভিত্তিক স্বাস্থ্যসেবামূলক চ্যারিটি  প্রতিষ্ঠান- বিয়ানীবাজার ক্যান্সার এবং জেনারেল হাসপাতাল বাংলাদেশে বিশেষ করে -তৃনমূলে চিকিৎসা সেবায় অগ্রণী ভূমিকা রাখছে।

হাসপাতালটি  বাংলাদেশের জনগণকে সাশ্রয়ী মূল্যে রোগ নির্ণয়, প্রাথমিক পর্যায়ের ক্যান্সার রোগের বিভিন্ন সেবা এবং সাধারণ স্বাস্থ্যসেবা ও পরিষেবা প্রদান করছে। হাসপাতালের  ‘পুওর ফান্ড‘ সমাজের  আর্থিকভাবে অস্বচ্ছল ও সুবিধাবঞ্চিতদের জন্য বিনামূল্যে রোগ নির্ণয় এবং চিকিৎসা সেবা  ধারাবাহিক ভাবে প্রদান করে আসছে। ইতিমধ্যে যা দেশে বিদেশে প্রসংশীত হয়েছে।

২৭ নভেম্বর, বুধবার লন্ডনে- বিয়ানীবাজার ক্যান্সার এবং জেনারেল হাসপাতাল তার  ৫তম  এন্যুয়েল লাইফ মেম্বার এওয়ার্ড  অনুষ্ঠানের আয়োজন করে।

চ্যারিটেবল এই হাসপাতালের স্বাস্থ্যসেবা সহ অন্যান্য সুবিধাগুলি তৃণমূল মানুষের কল্যাণে যারা ‘লাইফ মেম্বার’ হয়ে আর্থিক সহায়তা প্রদান করছেন এবং ইতিমধ্যে যারা ‘লাইফ মেম্বার’ হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন -তাদের এই মানবিক কাজের স্বীকৃতি হিসাবে আনুষ্ঠানিকভাবে এ এওয়ার্ড প্রদান করা হয়।

এছাড়াও অনুষ্ঠানকে সামনে রেখে  বিয়ানীবাজার ক্যান্সার এবং জেনারেল হাসপাতালের তহবিল সংগ্রহের লক্ষ্যে এক চ্যারেটি ডিনারেরও আয়োজন করা হয়।

সন্ধ্যা সাতটায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  পিংক রবিন ফাউন্ডেশন  এর চেয়ার অফ ট্রাস্টি এবং  ব্লু রিবন ফাউন্ডেশন এর ফাউন্ডার  জনাথন প্রিন্স এমবিই।

ব্রিটেনের মূলধারার বিশিষ্ট  চ্যারিটিবল  ব্যক্তিত্ব- জনাথন প্রিন্স এমবিই বক্তব্যে বলেছেন- ক্যান্সার একটি দূরারোগ্য ব্যাধি হলেও চিকিৎসা সেবার মাধ্যমে এটাকে  নিয়ন্ত্রণে আনা সম্ভব। বর্তমান সময়ে সবচেয়ে বড় কাজটি হওয়া উচিত-ক্যান্সার প্রতিরোধে ব্যাপক জনসচেতনা  সৃষ্টি। ব্রিটেন থেকে বাংলাদেশের সুবিধা বঞ্চিত মানুষদের ক্যান্সার রোগের চিকিৎসা সেবায় যে কাজ করছে তা নি:সন্দেহে অনুকরণীয়। আমাদের সকলের উচিত এই সেবা মূলক প্রতিষ্ঠানকে যার যার অবস্থান থেকে সহযোগিতার মাধ্যমে বিশেষ করে  অর্থনৈতিকভাবে অসস্বচ্ছল ব্যক্তিদের সেবা প্রদানে সাহায্য করা।

এওয়ার্ড  অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-লন্ডনের ইস্টহাম সংসদীয় আসনের –  স্যার স্টিপেন টিমস এমপি, ফেলথহ্যাম আসনের -সিমা মালুথরা এমপি, নিউহ্যাম কাউন্সিলের মেয়র রুকশানা ফিয়াজ ওবিই ও ক্রয়োডন কাউন্সিলের মেয়র কাউন্সিলার হুমায়ুন কবির, কাউন্সিলার  হানিফ আব্দুল মুমিত, ডা. রফিক ।

বক্তারা বলেছে- আমাদের সকলের উচিত মানবিক কাজে অংশগ্রহন করা। বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতাল যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ক্যান্সার চিকিৎসা সহ অন্যান্য স্বাস্থ্যসেবা দিচ্ছে ।সেখানে সকলের সম্পৃক্ততা থাকলে এটি একটি রোলমডেল চ্যারিটেবল প্রজেক্ট হিসাবে প্রতিষ্ঠা লাভ করবে।

বক্তারা- ব্রিটেনের বাংলাদেশীসহ ডাইভার্স কমিউনিটিতে হাসপাতালটির স্বাস্থ্যসেবার দিকগুলো আরও বেশী করে প্রচারের প্রতি গুরুত্ব আরোপ করে বলেন- তাহলে মানবিক ও চ্যারিটেবল কাজে আগ্রহীরা এই প্রজেক্টে নিজেদের সম্পৃক্ত করার সুযোগ পাবেন।

অনুষ্ঠানে দূরারোগ্য ব্যাধি  ক্যান্সারে আক্রান্ত-  বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের ট্রাস্টি – আলী আব্দুর রউফ -মাই জার্নি উইথ ক্যান্সার- শিরোনামে তার ক্যান্সার আক্রান্ত জীবনের বর্ণনা দেন।

অতিথি হিসাবে লাইফ মেম্বারদের  এওয়ার্ড প্রদান করেছেন- চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ জেপি, চ্যালেন এস এর ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল, এনটিভি ইউরোপ এর সিইও সাবরিনা হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগ এর সভাপতি  সুলতান শরীফ ,কাউন্সিলার আয়শা চৌধুরী, সাবেক কাউন্সিলার আতাউর রহমান আতা, যুক্তরাজ্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, বিসিএ এর সিনিয়র সহ সভাপতি ওলি খান, ড. সানাউর  চৌধুরী প্রমুখ।

সন্ধ্যা ৭টায় অনুষ্ঠানের সমন্ধয়ক- সাজনা আমিলা বেগমের  শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে  অনুষ্ঠানের শুরুতের কোরআন থেকে তেলাওয়াত করেন-আবু কাওছার।

ইসলামী চিন্তাবিদ ও জনপ্রিয় টিভি প্রেজেন্টার- আজমল মাসরুর প্রাণবন্ত সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের ভাইস চেয়ার রউফুল ইসলাম।

হাসপাতালের সিইও সাব উদ্দিন- চ্যারিটেবল কাজে শুরু থেকে বর্তমান পর্যন্ত যারা অর্থ, মেধা ও শ্রম দিয়ে  তৃণমূল মানুষের সেবার সুযোগ করে দিয়েছেন- তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

সিইও সাব উদ্দিন জানান- ট্রাস্টিশীপ ও লাইফ মেম্বার ছাড়াও এই হাসপাতালের স্বাস্থ্যসেবা ও এওয়ারনেসমূলক  যেসব প্রজেক্ট রয়েছে- সেসব কাজেও যে কেউ ইচ্ছে করলে সম্পৃক্ত হতে  পারবেন । তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে ৬৩জন পেইড  লাইফ মেম্বার কে এওয়ার্ড প্রদান করা হয়। হাসপাতালটির   মোবাইল ক্লিনিকের জন্য লন্ডনের ভিকারেজ প্রাইমারী স্কুলের চারশ পঞ্চান্ন পাউন্ড সংগ্রহ করায় ক্যান্সার হাসপাতালের পক্ষ থেকে এপ্রিসিয়েশন সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

এছাড়াও বিশেষ সম্মাননা সনদ প্রদান করা হয়েছে – যুক্তরাজ্য আওয়ামী লীগ,ইউকেবিসিসিআই, স্কয়ার মাইলস ইন্স্যুরেন্স, বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি (চ্যারেটি রেজ.) বিয়ানীবাজার থানা জনকল্যান সমিতি (ছায়াদ-আহাদ), বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি (মামুন-মুন্না),বড়লেখা ফাউন্ডেশন ইউকে, লন্ডন টাইগার্স, গ্রেটার সিলেট ওয়েলফেয়ার ডেভোলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল, প্রবাসী আলী নগর সমিতি, ডিএম হাইস্কুল, গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস, মাথিউরা উন্নয়ন সংস্থা,শ্রীধরা ওয়েলফেয়ার ট্রাস্ট,কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ, জালালাবাদ ফাউন্ডেশন ইউকে, হার্ন্টাছ ষ্টেইট এজেন্ট।

অনুষ্ঠানে ইসলামে সঙ্গীত ও নাসিদ পরিবেশন করেন- জনপ্রিয় সঙ্গীতশিল্পী আলাউর রহমান ও জোহান আহমেদ।

৫ম  এন্যুয়েল লাইফ মেম্বার এওয়ার্ড  অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন-  সিনিয়র ফান্ডরাইজিং ডাইরেক্টর- আব্দুল শফিক, মার্কেটিং ডাইরেক্টর- ফরহাদ হোসেন টিপু, সিনিয়র ফান্ডরাইজিং ডাইরেক্টর – মানজুরুস ছামাদ চৌধুরী ও আজিজুর রহমান, ট্রাস্টি মোয়াজ্জেম হোসেন,হেড অফ প্রোগ্রাম- সাজনা আমিলা বেগম ও অফিস ম্যানেজার- ছফনা নূর।

প্রসঙ্গত  চ্যারিটেবল ডিনার এর পূর্বে ফান্ডরাইজিং এ বিয়ানীবাজার ক্যান্সার এবং জেনারেল হাসপাতালের জন্য ৮৪ হাজার পাউন্ড ডোনেশন এর প্রতিশ্রুতি দিয়েছেন  উপস্থিত অতিথিবৃন্দ।

ছবি: খালিদ হোসেইন ও ৫২বাংলা

 

কণ্ঠ:জান্নাতুল ফেরদৌস নিগার


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন