তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের চেয়ারম্যান ও লন্ডন বাংলা ডট কমের ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল কে ব্রিটেনের প্রাচীনতম ও স্বনামধন্য ক্যারাম ক্লাব সাউন্ডটেক ক্যারাম ক্লাবে বিশেষ সম্মাননা প্রদান করেছে।
২৪ নভেম্বর রবিবার পূর্বলন্ডনের সাউন্ডটেক ক্যারাম ক্লাবের দ্বৈত ক্যারাম গোল্ডকাপ চ্যাম্পিয়নশীপের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিক ও সংগঠক ক্যারলকে এই বিশেষ সম্মাননা-২০১৯ প্রদান করা হয়
তিনি একজন ক্রীড়া সংগঠক হিসাবে কমিউনিটিতে সুপরিচিত। ব্রিটেন সহ দেশ – বিদেশে বিভিন্ন খেলাধুলায় বিশেষত ব্যাডমিন্টন খেলায় একজন সফল অয়োজক হিসাবে অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। খেলাধুলার সামগ্রী ও খেলার মান উন্নয়নের জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করে অনেক ভালো খেলোয়াড় সৃষ্টি করে দেশে বিদেশে প্রচুর স্বনাম অর্জন করেছেন ।
তাকওয়া ব্যাডমিন্টন ক্লাব সহ অনেক গুলো ক্লাবের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারলকে এই সম্মাননা প্রদান করায় তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের সহ সভাপতি আব্দুল কাহার ও সেক্রেটারি ফারুক ফুহাদ চৌধুরী সহ ক্লাবের অন্যান সদস্যরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সাউন্ডটেক ক্যারাম ক্লাবের উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইছির মাহমুদ ও প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন লন্ডন ব্যুরো অফ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি স্পিকার কাউন্সিলর আহবাব হোসেন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন- সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউরোপের প্রেসিডেন্ট ও ক্যারম চ্যাম্পিয়ান সুনাহর আলী রিংকু, ভাইস প্রেসিডেন্ট সেলিম উদ্দিন চাকলাদার, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খান সুজা, নজরুল ইসলাম, আবুল কালাম আজাদ, সাংবাদিক আব্দুল কাদির মুরাদ ও জাকির হোসেন কয়েস প্রমূখ।