ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ সেলিম(৬৩) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
২৪নভেম্বর রবিবার ফ্রান্সের স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিটে প্যারিসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বেনজির আহমদ সেলিম ১৯৫৪ সালে কুমিল্লা জেলার মেঘনা উপজেলায় চরপাথালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ৩৬ বছর ধরে ফ্রান্সে বসবাস করছিলেন এবং ৪ বার ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।
মঙ্গলবার প্যারিসে জানাজা নামাজ শেষে মরহুমের লাশ বাংলাদেশে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে।
বেনজীর আহমেদ সেলিমের মৃত্যুতে ইতিমধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং পররাষ্ট্রমন্ত্রী ড: এ কে মোমেন , তথ্যমন্ত্রী হাছান মাহমুদ শোক প্রকাশ করেছেন।এছাড়া ফ্রান্সের আওয়ামী লীগ পরিবার ও কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরোয়ার হোসেন বেনজির আহমদ সেলিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।