”বাংলাদেশ সরকার সব সময় প্রবাসীদের কথা মাথায় রেখেই প্রবাসীদের উন্নয়নে কাজ করছে। প্রবাসীরা সোনার ছেলে আর সোনার ছেলেদের প্রেরিত রেমিটেন্সেই বাংলাদেশ একদিন উন্নয়নশীল দেশের একটি হবে। প্রবাসীদের কথা চিন্তা করেই আগামী মাসেই বিমান বহরে নতুন আরেকটি বোয়িং যুক্ত হবে। এছাড়া অচিরেই আমিরাতের শ্রমবাজার খুলে দেওয়ার আশ্বাস আমরা পেয়েছি। আশা করছি নতুন বছরেই আপনারা সব ঝামেলা মুক্ত হবেন।”
সংযুক্ত আরব আমিরাতে চুনারুঘাট উপজেলা প্রবাসী কল্যান পরিষদের উদ্যোগে ২২শে নভেম্বর শুক্রবার অনুষ্টিত এক গণ-সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলীর এমপি।
চুনারুঘাট উপজেলা প্রবাসী কল্যান পরিষদ আমিরাতের সদস্য সচিব হারুনুর রশীদ রংগুর পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন আহবায়ক হাজী আব্বাস উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা অধ্যাপক এম এ সবুর, আইয়ুব আলী বাবুল, বদরুল ইসলাম চৌধুরী, ইসমাইল গনি চৌধুরী, হাবিবুল হক হাবিব, হাজী শফিকুল ইসলাম, কাজী মোহাম্মদ আলী, ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম ও কাছা উদ্দিন কাছা।
আরো বক্তব্য রাখেন চুনারুঘাট প্রবাসী কল্যাণ পরিষদের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য নোমান আহমদ, মাসুদ মিয়া, কমিউনিটির নেতা মোরশেদুল কাদের মুন্না, ফারুক আহমদ, বদরুল হোসেন সিদ্দিকী, ইয়াকুব সৈনিক, আবু হেনা, প্রতিমন্ত্রীর একান্ত সচিব আব্দুল জলিল এবং রহমত আলী সুয়েব সহ আরো অনেকে।
এছাড়া আমিরাতের বিভিন্ন সামাজিক সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ এবং কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা প্রবাসী কল্যান পরিষদের যুগ্ন আহবায়ক দরবেশ আলী। অনুষ্টানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জালাল উদ্দিন।
অনুষ্টানে প্রধান অতিথিকে ফুল ও ক্রেষ্ট দিয়ে সম্মাননা জানানো হয়।