পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষে আনজুমানে আল ইসলাহ বার্সেলোনা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২২নভেম্বর শুক্রবার বাদ মাগরিব লতিফিয়া ফুলতলি জামে মসজিদ বার্সেলোনায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আনজুমানে আল ইসলাহ বার্সেলোনার সভাপতি মো.গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা রাজা মিয়ার পরিচালনায় ঈদে মিলাদুন্নবী (সা:) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কেন্দ্রীয় পরিষদের সভাপতি বিশিষ্ঠ ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলি ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আনজুমানে আল ইসলাহ বার্সেলোনার সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম।
ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী তার বক্তব্যে বলেন, আমরা সবাই অত্যন্ত ভাগ্যবান, কারন আমরা সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ (সা.) এর উম্মত হয়ে এই পৃথিবীতে আসতে পেরেছি ।আমরা যদি আমাদের নবী হযরত মোহাম্মদ (সা,)এর দেখানো পথে চলতে পারি অর্থাৎ তিনি যা আমাদের পালন করতে বলেছেন তা যদি আমল করে দুনিয়াতে চলতে পারি তাহলে আখেরাতে আমাদের জন্য জান্নাত কবুল হয়ে যাবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ মাদ্রিদের সভাপতি মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা হাসান আহমদ ।
এছাড়াও ঈদে মিলাদুন্নবী (সা:) এর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ মাদ্রিদ ও বার্সেলোনা শাখার নেতৃবৃন্দ এবং স্থানীয় বাংলাদেশী ও পাকিস্তানী ধর্মপ্রাণ মুসলামানরা।
কণ্ঠ: সুমু মির্জা