লন্ডনের বাঙালি অধ্যষ্যিত টাওয়ার হ্যামলেটস বারার ওলগেইট এলাকায় এক যুবক নিহত হয়েছে। ২৩ নভেম্বর শনিবার সকাল ৮:৪৫ মিনিটে এই হত্যাকান্ড ঘটে বলে – বিবিসি জানায়। অলগেইট এলাকার বাকল স্ট্রিটের ব্লাকনি টাওয়ারের এই ঘটানায় আরো তিনজন আহত হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিবিস জানিয়েছে নিহত যুবকের বয়স ২০ বছর । খবর পেয়ে পুলিশ ও প্যারামেডিকেল টিম ঘটনাস্থলে পৌছালেও যুবকের মৃত্যু হয়।
ব্লাকনি টাওয়ারের সুউচ্চ এই ভবনের বাসিন্দারা জানিয়েছেন- ভবনের ১৪তলায় এই ঘটনা ঘটতে পারে। সকালে পুলিশ এসে ভবনের প্রতিটি ফ্লোরে বাসিন্দাদের ডেকে এ বিষয়ে অবহিত করে।
সকাল থেকেই পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন ভবনে অবস্থান নিয়েছে। পুলিশ ইতিমধ্যে এই হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে ২জনকে আটক করেছে।
লন্ডনের বাঙালি অধ্যুষ্যিত টাওয়ার হ্যামলেটস বারার খুন আতংক বিরাজ করছে। এ নিয়ে গত ৫দিনে টাওয়ার হ্যামলেটসে দুটি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এছাড়াও ড্রাগস, নাইফ ক্রাইম, ডাকাতি, ছিনতাই এর মতো অপরাধে তরুনদের জড়িত থাকার ঘটনা বাড়ছে দিন দিন। বারার আইন শৃঙ্খলার অবনতিতে ক্ষোভ প্রকাশ করছেন বাবার বাসিন্দারা।
আরও পড়ুন: