রবিবার, ২০ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জে জনমনে আতঙ্ক, কারফিউর সঙ্গে বাড়ছে গ্রেফতার  » «   এখন লড়াই নতুন বাংলাদেশের, বক্তৃতার সময় লুটিয়ে পড়লেন আমির  » «   এবার চকরিয়ায় বিএনপির প্রতিরোধের মুখে এনসিপির পথসভা পণ্ড  » «   গণতন্ত্রবিরোধীরা আবার জোট পাকাচ্ছে বলে মির্জা ফখরুল কাদেরকে ইঙ্গিত করলেন?  » «   চালু হলো স্টারলিংক, বাংলাদেশের মতো এত দ্রুত বিশ্বের আর কোথাও হয়নি  » «   গণ–অভ্যুত্থান যেটা বলা হচ্ছে, সেটা আসলে বিস্ফোরণ  » «   ইসলামপন্থিদের হুমকি সত্ত্বেও জাতিসংঘ মানবাধিকার কার্যালয় বাংলাদেশে  » «   গোপালগঞ্জে যারা মারা গেলেন তারা কোন দলের?  » «   গোপালগঞ্জে সহিংস পরিস্থিতির পেছনে এনসিপি’র দায় কতটা?  » «   গোপালগঞ্জে কারফিউয়ের সময় বাড়লো, ‘মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না’  » «   গোপালগঞ্জে এনসিপির জনসভায় লোক ছিলেন ২০০ জন : পুলিশ প্রতিবেদনে যা উঠে এলো  » «   আবারও গোপালগঞ্জ যাওয়ার ঘোষণা নাহিদের, সরকার ও এনসিপি’র সমালোচনায় বিএনপি  » «   গোপালগঞ্জে কারফিউ, চলছে ধরপাকড়, সরকারের তদন্ত কমিটি  » «   ‘জুলাই শহীদ দিবসে’ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দেয়ালে একি লেখা!  » «   নাহিদ-হাসনাতদের এপিসিতে ওঠার ব্যাখ্যা দিলেন এনসিপি নেতা  » «  

বিমানে ম্যানচেষ্টার থেকে কার্গোর মাধ্যমে মালামালও যাবে সরাসরি



”লন্ডন নয়, আগামী ৫ই জানুয়ারী থেকে ম্যানচেষ্টার থেকেই সরাসরি মালামাল বাংলাদেশে যাবে, পাশাপাশি কার্গো ভাড়াও লন্ডনের ভাড়ার চেয়ে কম হবে”।গত সোমবার (১৮ নভেম্বর) জেএমজি এয়ার কার্গো ম্যানচেষ্টার ব্রাঞ্চ কর্তৃক আয়োজিত এক সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান বিমানের ম্যানচেষ্টারস্থ আঞ্চলিক ম্যানেজার দেবব্রত মল্লিক।

ম্যানচেষ্টারের স্থানিয় একটি হলে এ সুধি সমাবেশটি অনুষ্টিত হয়। জেএমজি এয়ার কার্গো ম্যানচেষ্টার ব্রাঞ্চের ব্যবস্থাপক জুহা আব্দুল্লাহর স্বাগতিক বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্টানটি শুরু হয়।এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেএমজি এয়ার কার্গোর কর্নধার মনির হুসাইন।

তিনি বলেন আগামী ৫ই জানুয়ারী ম্যানচেষ্টার থেকে সিলেটের সরাসরি ফ্লা্ইটে প্রবাসিদের মালামাল আগের চেয়ে আরো দ্রুত পৌছাবে।প্রবাসীরা তাদের মালামাল জেএমজি এয়ার কার্গোর মাধ্যমে পাঠানোর জন্য তিনি আহবান জানান। পাশাপাশি বাংলাদেশ বিমান ব্যবহার করা ও দেশে যেতে বিমান ব্যবহার করার ক্যাম্পেইন চালিয়ে যাওয়ারও আহবান জানান তিনি।

জাফর আহমেদের প্রানবন্ত পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানচেষ্টারের কমিনিউটি ব্যক্তিত্ব আব্দুল মন্নাফ,মহিবুর রহমান বাবু,আলাউদ্দিন আহমেদ, হাসান মতিন শিফার,সাংবাদিক ফারুক যোশী,আফজাল রাব্বানী, সুয়েব কবীর,আতাউর রহমান পান্নু সহ কমিউনিটির বিশিস্ট জনেরা এতে উপস্থিত ছিলেন। সভায় লিডস,ওলল্ডাম,হাইড ও রচডেলের জেএমজি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা জেএমজির এ আয়োজনকে স্বাগত জানানোর পাশাপাশি জেএমজিকে তাদের এয়ার কার্গোর প্রতিকেজি মালের দাম কমানোর আহবান জানান ।জেএমজি এয়ার কার্গো ম্যানচেষ্টার ব্রাঞ্চের ব্যবস্থাপনা পরিচালক জাহাংগির হুসাইনের সমাপনি বক্তব্যের মধ্য দিয়ে অনূষ্টানটি শেষ হয়। তিনি তার বক্তব্যকে সবাইকে ধন্যবাদ জানান ও কৃতগ্গতা প্রকাশ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন