৫২ বাংলা টিভির বার্তা সম্পাদক লুৎফুর রহমান ও মধ্যপ্রাচ্য আলোকচিত্রি জাবেদ আহমদ শ্রীলংকা, মালয়েশিয়া ও থাইল্যান্ড ভ্রমণে যাচ্ছেন। তিনটি দেশে বাংলাদেশি প্রবাসিদের জীবনমান উন্নয়নে তারা কাজ করবেন। সেই সাথে সেখানকার বাংলাদেশি জনগোষ্ঠির জীবনধারা তুলে ধরবেন।
আজ (২০ নভেম্বর) দুবাই সময় রাত ১১ টায় দুবাই বিমানবন্দর থেকে তারা শ্রীলংকার উদ্দেশে রওয়ানা দিবেন। তারপর শ্রীলংকা থেকে মালয়েশিয়া এবং মালয়েশিয়া থেকে থাইল্যান্ড যাবেন। আগামি ২৮ তারিখ দুবাই বিমানবন্দরে ফিরে আসবেন বলে জানা গেছে।
ভ্রমণকালিন সময়ে তারা ৫২ বাঙলা টিভির বিশেষ অনুষ্ঠান ‘প্রবাসি সংলাপ’ করবেন। তাদের সফরসঙ্গি আছেন মাসুদ আছেন। সময় সংক্ষিপ্ত থাকায় স্বজনদের বলে যেতে না পারায় তারা দুঃখ প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, লুৎফুর রহমান দেশের শীর্ষ চ্যানেল একাত্তর টিভির আরব আমিরাত প্রতিনিধি ও জাবেদ আহমদ সিনিয়র ফটো জার্নালিস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।