একদেশের প্রবাসি অন্যদেশের প্রবাসির কাছে গেলে যে কদর পায় তা দেশে অনেক সময় পাওয়া যায় না। প্রবাসিরাই কেবল প্রবাসিদের দুঃখ কষ্ট বুঝে। সংযুক্ত আরব আমিরাতের শারজাহে কাতার বাংলাদেশ চেম্বারের সভাপতি আহমেদ রিয়াজের আমিরাত আগমণ উপলক্ষে সংবর্ধনা সভায় এসব বলেছেন বক্তারা।
শুক্রবার শারজাহের একটি রেস্তোরায় এ উপলক্ষে সম্মিলিত বাঙলাদেশি প্রবাসি য়োজিত সভায় সভাপতিত্ব করেন সৈয়দ আব্দুল রফিক। আনোয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সহ সভাপতি হাজী আব্দুর রব।
এ সময় প্রধান বক্তা ছিলেন নজরুল ইসলাম তালুকদার লিটন। বিশেষ অতিথি ছিলেন হাফেজ আহমদ সেনাজ, শামসুল ইসলাম মাস্টার, সালাহ উদ্দিন মধু, রানা হামিদ, হুমাযূন রশিদ, আব্দুল আজিজ উজ্জ্বল, ক্বারী আবু রুকিয়ান, ইমরান হোসেন, বদরুল ইসলাম, আব্দুর রুফ, রুহেল আহমদ, ইসমত আলী, মিয়া সিজিল, শাহজাহান সজিব, রিপন মজুমদার, লোকমান হোসেন সহ আরো অনেকে।
এ সময় সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বক্তারা আরো বলেন— প্রবাসিদের মধ্যে রাজনীতির উর্দ্বে ওঠে এক প্লাটফর্মে থাকলে দেশের সকল সমস্যা সমাধানে কাজ করা যায়। সকল দুর্যোগে এবং আনন্দের সময়ে এ বন্ধন সব সময় অটুট রাখতেও আহবান করা হয়।