ফ্রান্সে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে প্যারিসের একটি অভিজাত রেস্তুরায় ও অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিএনপি সমর্থিত আমরা জিয়ার সৈনিক নামক সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় বিপুল সংখ্যক প্রবাসী জিয়ার সৈনিকেরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি খান মনির হোসাইনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম মিলনের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মিয়া।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপি নেতা মানিক মিয়া।
বিশেষ অতিথি হিসেবে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,রুহুল আমিন,কাইয়ুম সরকার, কেন্দ্রীয় মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা শামীমা আখতার রুবি,জিএম গোলাম কিবরিয়া মিল্টন,সর্ব ইউরোপ যুবদলের আহবায়ক মিল্টন সরকার,আমরা জিয়ার সৈনিক ফ্রান্সের সাংগঠনিক সম্পাদক ছয়েফ উদ্দিন,সহ দপ্তর সম্পাদক মাহতাব হোসেন,আইন বিষয়ক সম্পাদক ,রিপন হাওলাদার ,মেজবাউল হক,হুমায়ুন কবির প্রমুখ।
সভায় এ সময় টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান।