স্পেনের বার্সেলোনায় এশিয়ান ক্রিকেট প্রেমী দেশ- বাংলাদেশ ,পাকিস্তান এবং ভারতের মতো দেশের ক্রিকেটাররা ছোট ছোট টুর্নামেন্ট খেলার মধ্য দিয়ে স্পানিশদের মাঝে ক্রিকেট খেলা এবং দেখার প্রতি আকৃষ্ট করতে ধারাবাহিক কাজ করছে-ফেডারেশন দ্যা ক্রিকেট কাতালান। প্রতি বছর ক্রিকেটকে নতুন প্রজন্মদের কাজে জনপ্রিয় করতে ফেডারেশনটি নিচ্ছে নানা কর্মসূচি।
এরই ধারাবাহিকতায় ৯ নভেম্বর শনিবার ফেডারেশন দ্যা কাতালানের প্রেসিডেন্ট মির্জা বসারাত এর উপস্থিতিতে বার্সেলোনার রাভাল সংলগ্ন প্র্যাক্টিস মাঠে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশী এবং পাকিস্তানি ক্রিকেট খেলোয়াড়দের মধ্যে খেলার যাবতীয় সরঞ্জামাদি দান করেছেন।
বাংলাদেশী ক্রিকেটার্সদের খেলার সরঞ্জামাদি গ্রহণ করেন বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জুনিয়র ক্রিকেট স্কুলের ডিরেক্টর ময়েজ উদ্দিন ।
এসময় উপস্থিত ছিলেন ইন্ডিয়ান,পাকিস্তানি এবং বাংলাদেশী সিনিয়র ও জুনিয়র খেলোয়াড়রা। ক্রিকেট খেলোয়াড়রা খেলা খেলা সরঞ্জামাদি পেয়ে ফেডারেশন দ্যা কাতালান কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।