বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সুইডেনে অতর্কিত বন্দুক হামলায় নিহত ৩  » «   ইতালিতে বর্ণাঢ্য বৈশাখী উৎসব বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের  » «   ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ  » «   কানাডায় লিবারেলদের জয়, কী কারণ  » «   রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে?  » «   ইউরোপ ৪ দেশ বিদ্যুৎ বিচ্ছিন্ন!  » «   ডলারের বিপরীতে টাকার মান বৃদ্ধি  » «   বিশ্বে সামরিক ব্যয় রেকর্ড বেড়ে ২.৭ ট্রিলিয়ন ডলার  » «   নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ  » «   ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে উড়ল প্রথম কার্গো ফ্লাইট  » «   রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার  » «   শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানান মোদি  » «   ‘জন্মই আমার আজন্ম পাপ’ কবিতার কবি দাউদ হায়দার আর নেই  » «   গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি আটক  » «   ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা কোন দিকে মোড় নিতে পারে?  » «  

বিয়ানীবাজারে অত্যাধুনিক ইনকিউভেটর ও ফটোথেরাপি মেশিনে নবজাতকের সেবা চালু
বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের প্রসংশনীয় উদ্যোগ



বাংলাদেশে প্রায় প্রতি তিনটি শিশুর একজন স্বল্প ওজনে জন্ম নেয়। বিয়ানীবাজার ও তৎপার্শ্ববর্তী এলাকায় স্বল্প ওজনের শিশু ও নবজাতকের জন্ডিস নিরাময়ে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের পরিসেবায় যুক্ত হলো স্বল্প ওজন নিয়ে জন্মানো অথবা অপরিণত বয়সে জন্ম নেয়া শিশুদের পরিচর্যায় উন্নতমানের ইনকিউবেটর ও ফটোথেরাপি মেশিন। এই বিশেষ ব্যবস্থায় শিশুর তাপমাত্রা সঠিক পর্যায়ে সুরক্ষা করা, ৪০ থেকে ৬০ শতাংশের মধ্যে আর্দ্রতা বজায় রেখে প্রয়োজন অনুযায়ী অক্সিজেন সরবরাহ করাসহ অন্যান্য বিধি-ব্যবস্থাও নির্ধারণ করে দেন সংশ্লিষ্ট চিকিৎসক ।

১২ই নভেম্বর মঙ্গলবার ২০১৯ ভোরে, হাসপাতালের আর এম ও ডাঃ তামীম শাকের চৌধুরী’র নিবিড় তথ্যাবধানে এক দরিদ্র পরিবারের নবজাতকের বিনামূল্যে থেরাপি প্রদানের মধ্য দিয়ে শিশুদের নিবির পরিচর্যায় ইনকিউভেটর ও ফটোথেরাপির যাত্রা শুরু হয়। বর্তমানে নামমাত্র মুল্যে আরো একাধিক প্রিমেচিউর শিশুকে এই সেবা প্রদান করা হচ্ছে।

ডাঃ তামীম শাকের চৌধুরী’র মতে -গরিব ও অসহায় রোগীকে বিনামূল্যে এই ধরনের সেবা প্রদান করতে পারায় হাসপাতাল কর্তৃপক্ষ আনন্দিত। আমাদের আশা- তাদের দোয়ায় এই মেশিনটি অত্র এলাকার স্বল্প ওজনের শিশু ও নবজাতকের জন্ডিসের চিকিৎসায় ফটোথেরাপি প্রদানে দীর্ঘদিন কাজ করবে।

উল্লেখ্য যে, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালে সকল ধরনের রোগীগনের জন্য রয়েছে বহিঃবিভাগ,২৪ ঘণ্টা ইমারজেন্সি, শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন, ওয়ার্ড, উন্নতমানের অপারেশন থিয়েটার, অথ্যাধুনিক প্যাথলজি,এক্স-রে,আল্টাসনোগ্রাফি ও এ্যাম্বুলেন্স সার্ভিস এবং মাঠ পর্যায়ে চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছেন প্রশিক্ষিত মাঠ কর্মী। এই সকল ধরনের সেবা রুগীগন নামমাত্র মূল্যে পাওয়ার অন্যতম কারণ হচ্ছে- বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতাল – স্বল্পমূল্যে মান সম্মত চিকিৎসা সেবা নিশ্চিত এর লক্ষ্যেই  হাসপাতালের সেবাকার্যক্রম পরিচালিত হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন