সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে অনুষ্টিত আবুধাবী টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করছে বাংলাদেশি মালিকানাধিন দল ‘বাংলা টাইগার্স’। আগামী ১৬ই নভেম্বর থেকে ২৪শে নভেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। তারই ধারাবাহিকতায় বাংলা টাইগার্সের ড্রাফটকৃত ক্রিকেটাররা আসতে শুরু করেছেন।
মঙ্গলবার আমিরাতের রাজধানী আবুধাবীর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বিভিন্ন দেশ থেকে আগত প্লেয়ারদের মধ্যে বাংলা টাইগার্সের ক্যাপ্টেন ও শ্রীলংকান ক্রিকেটার থিসারা পেরেইরা, সিহান জয়সুরিয়া, প্রভাত জয়সুরিয়া, কেভিন কোটাগুরা এবং ইংল্যান্ডের ক্রিকেটার থমাস মূরকে স্বাগত জানান কমিউনিটি নেতা ও বাংলা টাইগার্স আমিরাতের কো-অর্ডিনেটর লায়ন নজরুল ইসলাম তালুকদার, কমিউনিটি নেতা ও বাংলা টাইগার্সের কো-অর্ডিনেটর হাজী শফিকুল ইসলাম এবং কমিউনিটি নেতা হাবিবুল হক হাবিব।
পরে বাংলা টাইগার্সের হোটেলের বলরুমে ক্রিকেটারদের স্বাগত জানান বাংলা টাইগার্সের ম্যানেজার নাফিস ইকবাল খান, সহকারী কোচ ইয়াসিন আরাফাত ও মিডিয়া ম্যানেজার মিনহাজ উদ্দিন খান।
এসময় উপস্থিত বক্তারা বলেন, বাংলাদেশিরা যে ইমেজ সংকটে ভোগছেন তা উত্তরণ করতে এবং বাংলাদেশের সুনাম উজ্জ্বল করতে খেলবে বাংলা টাইগার্স। খেলার মাঠে বিশ্বকাপের মতো বাংলাদেশের ভাবমূর্তি ইতিবাচক তুলে আনবে বলে আশা ব্যাক্ত করেন।
প্রসঙ্গত বাংলা টাইগার্স এর প্রথম ম্যাচ ১৬ নভেম্বর (শনিবার) বিকাল ৪টা ৩০ মিনিটে আবুধাবীতে অনুষ্ঠিত হবে। ম্যাচে মাঠে থাকতে সকল প্রবাসীদের অনুরোধ জানানো হয়েছে।