এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৯এ -‘ হাসিনা: এ ডটার্স টেল’ তথ্য চিত্রটি প্রদর্শিত হয়েছে স্পেনের বিভিন্ন স্থানে।
স্পেনে এশিয়ান ভিত্তিক সংগঠন ‘কাসা এশিয়া’ এর আয়োজনে রাজধানী মাদ্রিদের পর ২য়বার ৩রা নভেম্বর বিকেল ৪ ঘটিকায় বার্সেলোনার ‘জিরোনা সিনে-কম্পেক্সে’ বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি এবং স্প্যানিশ সাবটাইটেলে প্রদর্শন করা হয়।
৭৫ মিনিট দৈর্ঘ্যের ‘হাসিনা: এ ডটার্স টেল’ তথ্যচিত্রটি দেখতে স্প্যানিশ দর্শকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার, মিনিষ্টার এবং হ্যাড অব চ্যান্সেরী এম হারুন আল রশিদ, কাসা এসিয়ার পরিচালক সিনিয়র খাবির, বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের অনারারী কাউন্সিলার রামন পেদ্রো এবং তথ্যচিত্রের পরিচালক পিপলু আর খান।
এ ছাড়াও তথ্যচিত্রটি দেখতে উপস্থিত ছিলেন স্পানিশদের পাশা পাশি কাতালোনিয়া আওয়ামিলীগ, যুবলীগ, বঙ্গবন্ধু পরিষদ, স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় গনমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, স্পেনে এশিয়া অঞ্চলের দেশগুলোকে নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘কাসা এশিয়া’ এর এবারের ফিল্ম ফেস্টিভ্যালে এশিয়ার ২৫টি দেশের শতাধিক চলচ্চিত্র প্রদর্শন করা হবে। ৩০ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ১২ দিনব্যাপী মূল চলচ্চিত্র উৎসবের বিভিন্ন দেশের ডকুমেন্টারি ছবি প্রদর্শিত হবে।