সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক নগরী দুবাইয়ে বসেছে বিশ্ব বাণিজ্যের অন্যতম আসর গ্লোবাল ভিলেজের ২৪ তম আসর। প্রতিবছর বিশ্বের নান্দনিক স্থাপনা আর ঐতিহ্যের মেলবন্ধন নিয়ে এ আসর বিশ্ববাসিকে আন্দোলিত করে।
২৯ শে অক্টোবর এবারের মেলা শুরু হয়েছে যা চলবে আগামি ২০২০ সালের এপ্রিল পর্যন্ত।
এবারের আসরে বহুসংস্কৃতির আকর্ষণে ৭৮ টিরও বেশি দেশের প্যাভিলিয়নে প্রায় ৫ হাজারের বেশি শপিংয়ের আউটলেট রয়েছে। এবারের আসরে বাংলাদেশি কোন প্যাভিলিয়ন না থাকলেও রয়েছে বাংলাদেশি শপিং আউটলেট। তবে আগামি বছর বড়োসড়োভাবে বাংলাদেশ অংশ নিবে বলে দূতাবাস সূত্রে জানা গেছে।
মেলাকে আকর্ষণীয় করে তুলতে রয়েছে প্রতিটি দেশের প্যাভিলিয়নে নিজস্ব সংস্কৃতির চর্চা। এছাড়া মূল মঞ্চে চলছে প্রতিদিন নানা দেশের সাংস্কৃতিক পরিবেশনা।
দুবাইয়ে চলমান এ মেলায় বিশ্বের নানা দেশের মানুষের ভীড় বিস্ময় তৈরী করে।