দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশব্যাপী শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে ইতালি আওয়ামী লীগের আয়োজনে ইতালীর রোমে সভা অনুষ্ঠিত হয়েছে । ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, ‘আসুন আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের অধিকারী, দেশ ও জনগণের কল্যাণ প্রত্যাশী তারা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করি।’
দেশ ও জনগণের আর্থসামাজিক উন্নয়নের স্বার্থে দলমত-নির্বিশেষে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। দেশের মত ইতালিতেও শুদ্ধি অভিযান চলবে, যা ইতালি আওয়ামী লীগকে করবে আরও শক্তিশালী ও গতিশীল। দেশে দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে মত বিনিময় সভার সভাপতিত্বের বক্তব্যে ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী একথাগুলো বলেন।
এসময় বক্তব্য রাখেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি কে.এম লোকমান হোসেন, ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি হাবীব চৌধুরী, জসিম উদ্দিন, আব্দুর রব ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব ব্যাপারী, সোয়েব দেওয়ান, আবু তাহির, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, দপ্তর সম্পাদক হাবীব মকদম, আইন বিষয়ক সম্পাদক ফারুক খালাসি, সদস্য বাবু ঢালী, মজিবর সিকদার ও ফারুক ফরাজী সহ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম, আলাউদ্দিন শিমুল, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়না আহম্মেদ, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, সাধারণ সম্পাদক খলিল বন্দুকসি, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ, আমরা মুক্তিযোদ্ধা সন্তানের সভাপতি মুজাহিদ হোসেন রতন সহ তুসকোলানা ও রোমা নর্দ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠা তথা দ্রুততম সময়ে উন্নত দেশ গড়ার যে লক্ষ্য নিয়ে জননেত্রী শেখ হাসিনা কাজ করছেন, ইতালি আওয়ামী লীগের শুদ্ধি অভিযানের মধ্যদিয়ে জননেত্রীর পাশে থেকে বাস্তবায়নে ভূমিকা রাখতে হবে।
এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৬তম জন্মদিনকে স্মরণ করা হয়। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কর্তৃক ‘সেরা রেমিন্টেস ২০১৮’ সম্মাননা অর্জন করায় ইতালি আওয়ামী লীগের সভাপতি ও ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানীর কর্ণধার হাজী মোঃ ইদ্রিস ফরাজীকে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।