গ্রীসের রাজধানীর এথেন্স হোটেলের প্রেসিডেন্ট মিলনায়তনে আজ মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৬ ঘটিকার সময় বিশ্ব সিলেট উৎসব অনুষ্ঠিত হবে। জালালাবাদ এসোসিয়েশন গ্রীস শাখা কর্তৃক আয়োজিত বিশ্ব সিলেট উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন এমপি।
বিশ্ব সিলেট উৎসব এ যোগ দেয়ার পাশাপাশি গ্রীস সরকারের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক আলোচনায় অংশগ্রহণ করবেন পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন।এছাড়া গ্রীস আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ কর্তৃক আয়োজিত গণসংবর্ধনায় যোগ দেবেন। গতকাল সোমবার গ্রীসে ড: মোমেনকে স্বাগত জানান বাংলাদেশ দূতাবাসের কমৃকর্তাবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন গ্রীস আওয়ামী লীগ, যুবলীগ-ছাত্রলীগ, জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দ।বিশ্ব সিলেট উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ শেষে তুর্কি এয়ারলাইন্সে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।