ব্যাপক উৎসব উদ্দিপনার মধ্য দিয়ে স্পেনের বার্সেলোনায় সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব কালীপুজা অনুষ্ঠিত হয়েছে।
২৬ অক্টোবর রোববার বার্সেলোনার স্থানীয় একটি হলরোমে অস্থায়ী পূজা মন্ডপে বার্সেলোনায় বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের নারী,পূরুষ,শিশুদের অংশগ্রহণে পুরো হলরোম হয়ে উঠে এক উৎসবমোখর পরিবেশ।
বার্সেলোনায় সনাতন ধর্মীয় মানুষের সংখ্যা খুবই অল্প হলেও তারা তাদের ধর্মীয় কাজগুলা চালিয়ে যাচ্ছে নিয়মিত।
কালীপূজা অনুষ্ঠানে বার্সেলোনা পূজা কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বার্সেলোনা পূজা কমিটির সভাপতি সুভ্রত পাল,পূজা কমিটির সাধারণ সম্পাদক শিমুল চৌধুরী,পূজা কমিটির উপদেস্টামন্ডলীর সদস্য শংকর শাহ,সদস্য কাঞ্চন,অভিনাশ দেব,বিপ্লব দেব,রুপশ্রী চৌধুরী সহ আরো অনেকে।
এছাড়াও কালীপূজা উপভোগ করতে উপস্থিত ছিলেন বাংলাদেশী, নেপালী,ইন্ডিয়ান ও স্পানিশরাও ।
বার্সেলোনা পূজা কমিটির সাধারণ সম্পাদক শিমুল চৌধুরী বলেন তাদের এই পুজার মাধ্যমে তাদের মা কালীর কাছে দেশে এবং বিদেশে অবস্থানরত সকল মানুষের সুখ শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা কামনা করেছেন।