সৌদি আরবে ১৯ বছরের ক্রিকেট দল গ্রীণবাংলা ক্রিকেট টিম (জিবিসিটি)-র খেলোয়াড়দের জার্সি উপহার দিয়ে সম্মানিত করেছে আল-মাজ রিয়েল এস্টেট। রিয়াদের স্থানীয় একটি হোটেলে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মনির হোসেন খেলোয়াড়দের হাতে জার্সিগুলো তুলে দেন ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিভিক ডেভেলপমেন্টের এমডি আলী আশরাফ আশু,ঢাকা মেডিকেল সেন্টার এর এমডি আব্দুল্লাহ আল মামুন, গ্রীণ বাংলা ক্রিকেট টীমের ম্যানেজার আল আমিন খাঁন, রিয়াদ ক্রিকেট এসোসিয়েশনের সেক্রেটারী জেনারেল উপল জেরিফ, জয়েন্ট সেক্রেটারী ইশফাক বাট প্রমূখ ।
যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, গ্রীণ বাংলার মিডিয়া ম্যানেজার, ফখরুল ইসলাম ও জামাল উদ্দিন।