সংযুক্ত আরব আমিরাতের বাঙ্গালী অত্যাধুষিত এলাকা শারজাহ শহরের আল দাইদ সিটিতে বাংলাদেশী প্রতিষ্ঠান আল হিয়াম পারফিউমস গ্রুপের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস খা মজনুর মালিকানায় বাব আল দাইদ ট্রাভেলস এন্ড টুর্যস যাত্রা শুরু করেছে।
শুক্রবার আল দাইদ এলাকায় উক্ত ট্রাভেলসের ফিতা কেটে উদ্ভোধন করেন প্রধান অতিথি স্থানীয় স্পন্সর খামিছ নাদাল মোহাম্মদ রাহমা।
বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি নেতা মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, তসলিম উদ্দিন চৌধুরী, মাওলানা মজির উদ্দিন চৌধুরী, আরিফ সাদাত চৌধুরী, মোতাহার হোসেন চৌধুরী, আব্দুল মজিদ, আব্দুল জব্বার খা প্রমুখ।
এছাড়া স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত ট্রাভেলসের মালিক আব্দুল কুদ্দুস খা মজনু বলেন, দাইদ সিটিতে বাংলাদেশী প্রবাসীদের চাহিদার কথার চিন্তা করেই আমি ট্রাভেলসের উদ্ভোধন করেছি। আমিরাতে আমার প্রতিষ্ঠান আল হেয়াম পারফিমস গ্রুপ সুনামের সাথে দীর্ঘদিন ধরে ব্যবসা করে যাচ্ছে। আশা করছি ট্রাভেলসের মাধ্যমে প্রবাসীদের সহযোগিতা করে বাংলাদেশের সম্মান এগিয়ে নিতে পারব।