নদী বাঁচলে জীবন বাঁচবে, নদী বাঁচলে দেশ বাঁচবে, বাঁচবে ধরনী এই মুলমন্ত্রকে ধারণ করে নদী বিষয়ক পত্রিকা “রিভার বাংলা” এর সহযোগী সংগঠন “রিভার বাংলা নদীসভা” নামে কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়েছে।
সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলুকে আহবায়ক, বিশিষ্ট শ্রমিক নেতা ও কবি আব্দুর রহমান রুমিকে যুগ্ম আহবায়ক ও সাংবাদিক,কলামিস্ট গাজী মহিবুর রহমানকে সদস্য সচিব করে দুই বছর মেয়াদী ১১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, সমাজকর্মী মো. রুহুল আমীন, সমাজকর্মী কাজী অলি উল্লাহ অলি, প্রভাষক মশিউর রহমান তালুকদার, সাংবাদিক টিটু দাস, ছড়াকার শামীম রেজা, এনজিওকর্মী জিয়াউল বাতেন, শিক্ষক লীনা নাজনীন জিম ও মীর আব্দুল আজীজ বাইরন।
রিভার বাংলা নদীসভার সদস্যদের প্রাথমিক পরিচয় হবে তাঁরা প্রত্যেকে একজন “নদী কর্মী”। এই কমিটি সংশ্লিষ্ট এলাকার নদ-নদীর অধিকার নিয়ে কাজ করবে। এর মধ্যে নদী কেন্দ্রীক দিবস পালন, নদ-নদী দখল প্রতিরোধে ভূমিকা পালন, নদী সুরক্ষায় সাধারণ মানুষকে সচেতন করা ছাড়াও পদযাত্রা, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করবে।