জালালাবাদ এসোসিয়েশন গ্রীস শাখার উৎসব কে কেন্দ্র করে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ও ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের আজীবন সদস্য ড. একে আব্দুল মোমেন এমপি ২৮ অক্টোবর গ্রীস আসছেন।
গ্রীসে তাঁর আগমনকে কেন্দ্র করে গ্রীস আওয়ামী লীগের সভাপতি সাধারন সম্পাদকের সাথে উৎসবের বিভিন্ন কার্যক্রম নিয়ে মতবিনিময় করেছে জালালাবাদ এসোসিয়েশন গ্রীস শাখা।এসময় আগামি অনুষ্ঠানের খসরা প্রস্তাবনার একটা কপিও গতকাল ১১ অক্টোবর গ্রীস আওয়ামিলীগের সভাপতি মান্নান মাতুব্বর ও সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার এর কাছে হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন গ্রীস শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও ইউরো বাংলা প্রেসক্লাব সভাপতি তাইজুল ফয়েজ, জালালাবাদ এসোসিয়েশন গ্রীস শাখার সাধারণ সম্পাদক মোঃ মুমিন খান।
উল্লেখ্য, ইতিমধ্যে এর একটা কপি মান্যবর রাষ্ট্রদূূূত বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীস এর কাছে হস্তান্তর করা হয়েছে। উৎসবের উদ্বোধন হিসেবে উপস্থিত থাকবেন জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সভাপতি, সাবেক সচিব ডক্টর এ কে এম আব্দুল মুবিন, সংগঠনের কেন্দ্রীয় ও ১৫ টি দেশের জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দ।এতে দেশ বিদেশের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
গ্রীস আওয়ামী লীগের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেছেন আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক।