জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের স্পেন প্রবাসীদের সংগঠন “কলকলিয়া সমাজ কল্যান সংস্থা” বার্সেলোনার অভিষেক সম্পন্ন হয়েছে। রবিবার বার্সেলোনার রবাদর সেন্টারে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান।
নবগঠিত কমিটির সভাপতি মোঃ লিটন মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আলী আসকরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফাজ জনি, বিশেষ অতিথি সুনামগঞ্জ কালচারাল এসোসিয়েশনের সভাপতি মনোয়ার পাশা, জালাবাদ এসোসিয়েশনের আহ্বায়ক কামরুজ্জামান কামরুল, গ্রীন ক্রিসেন্ট সোসাইটির সভাপতি সোবহান মিয়া, এলাইস মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন। সাংগঠনিক সম্পাদক মোঃ জয়নাল আবেদিন স্বাগতিক বক্তব্যে সংগঠনের কর্মপরিকল্পনা উপস্থিতির নিকট উপস্থাপন করেন।
এ সময় অন্যানের মধ্যে সংগঠনের প্রধান উপদেষ্ঠা আব্দুল গনি এনাম, উপদেষ্ঠা মির্জা সালাম, আব্দুল বাসির, আব্দুল আলীম সহ কার্যকরি পরিষদের নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে নবগঠিত কমিটিকে সাধুবাদ জানিয়ে নিজেদের মধ্যে ঐক্য এবং সুসম্পর্ক সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করে বলেন, নিজেরা ভাল থকলে সমাজ, এলাকা এবং দেশ ভাল থাকবে। তাই সমাজ উন্নয়নে ভাল কাজগুলোকে প্রথমেই প্রাধান্য দিতে উপস্থিতির আহ্বান জানান।