বাংলাদেশের প্রখ্যাত আলেম সমাজের আরেক নক্ষত্র ইহলোক ত্যাগ করেছেন। প্রখ্যাত আলেমে দ্বীন, আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ) এর অন্যতম খলিফা জালালপুর জালালিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, সিলেটের প্রখ্যাত আলেম অধ্যক্ষ মাওলানা শুয়াইবুর রহমান ৩ অক্টোবর সিলেটে মাউন্ট এডোরা হসপিটালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি (রহ.) ব্যক্তি জীবন থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক , আধ্যাত্মিক জীবন এবং পারিবারিক, সামাজিক জীবনের সকল পর্যায়ে ছিলেন এক আদর্শের প্রতিকৃতি।
তাঁর আদর্শের ছায়াতলে অগনিত শিক্ষক-শিক্ষার্থী তথা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের হৃদয়ে অনুকরণীয় ও প্রেরণার মানুষ ছিলেন।
অধ্যক্ষ মাওলানা মো. শুয়াইবুর রহমান ১৯৪৩ ইংরেজি সালের ১৫ই মে সিলেট জেলাধীন জকিগঞ্জ উপজেলার ৩ নম্বার কাজলসার ইউনিয়নের বালাউট গ্রামে জন্মগ্রহণ করেন। দেশ বিদেশে তিনি ‘বালাউটি ছাহেব‘ নামে অধিক পরিচিত