সৌদি আরব, মধ্যপ্রাচ্য সহ আফ্রিকায় বাংলাদেশের ঔষধ ও খাদ্যপণ্যের ব্যাপক চাহিদা রয়েছে ।রিয়াদে এসএফডিএ এর তিনদিন ব্যাপি তৃতীয় আর্ন্তজাতিক প্রর্দশনীর শেষ দিনে বাংলাদেশিরা এই তথ্য জানান । শেষ দিনেও প্রর্দশনীতে অংশগ্রহনকারী বাংলাদেশি প্রতিষ্ঠানের স্টলে গুলোতে দর্শনার্থীদের ভিড় ছিল লক্ষনীয় । অংশগ্রহনকারীরা বলছেন এই বিশাল বাজারে প্রবেশের এখনই সময়।এই দিনে প্রর্দশনী পরিদর্শন আসেন এসএফডিএ এর সিইও হিসাম জাদে, বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিস্টার ডক্টর মোহাম্মদ আবুল হাসান সহ এসএফডিএ এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ । প্রর্দশনীর ইভেন্ট অর্গানাইজার সিটি ইভেন্টের আর্ন্তজাতিক ম্যানেজার শিরিন জানালেন, ঔষধ ও খাদ্যপণ্যের ব্যাপক বাজার সৌদি আরব সহ সমস্ত মধ্যপ্রাচ্য । কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক মহসিন কাজী বলেন, প্রর্দশনীর আয়োজক এসএফডিএ সৌদি আরবে ঔষধ ও খাদ্যপণ্য বাজারজাতের পূর্বে পরীক্ষা নিরীক্ষা করে ছাড়পত্র প্রদান করে থাকে । এখানে অংশগ্রহনের ফলে বাংলাদেশ তাদের কাছে নতুনরুপে পরিচিতি লাভ করেছে ।
এসএফডিএ এর তিনদিন ব্যাপি তৃতীয় প্রর্দশনী সম্পন্ন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন