শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
https://blu-ray.world/ download movies
সর্বশেষ সংবাদ
সাংবাদিক ক্যারলকে গ্লোবাল জালালাবাদ ফ্রান্সের বিশেষ সম্মাননা প্রদান  » «   গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের আন্তর্জাতিক জালালাবাদ উৎসব প্যারিস অনুষ্ঠিত  » «    সাকিব : নক্ষত্রের কক্ষচ্যুতি  » «   লন্ডনে ইউরোপের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী চাটগাঁয়ে মেজবান ৬ অক্টোবর রবিবার  » «   ১১তম মুসলিম চ্যারিটি রান ২০ অক্টোবর ভিক্টোরিয়া পার্কে  » «   ৭৫ শেফ এর অংশগ্রহণে বিসিএর শেফ অব দ্যা ইয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত  » «   ৩০ বছরেও ধরা পড়েনি কোনো আসামী, বিচারের দাবীতে মেয়ের সংবাদ সম্মেলন  » «   ইস্টহ্যান্ডসের ফ্রি স্মার্ট ফোন পেলেন ৪০ জন  » «   সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য পদক ২০২৪’পেলেন কবি, সাহিত্যিক ও সংগঠক ফারুক আহমেদ রনি  » «   টাওয়ার হ্যামলেটসে হোমলেসনেস-এর প্রস্তাবিত নতুন পলিসি সাসপেন্ড করেছেন নির্বাহী মেয়র লুৎফুর  » «   লন্ডনে বিসিএ এ্যাওয়ার্ডস ২৮ অক্টোবর থাকছে নানা চমকপ্রদ আয়োজন  » «   বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৩২নং বাসভবন ভস্মীভূত এবং ভাস্কর্য ভাংচুরের নিন্দা ও প্রতিবাদ  » «    অদ্ভুত দেশপ্রেম ও খাঁটি ব্যক্তিগত স্বার্থ  » «   বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবারে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের স্মারকলিপি প্রদান  » «   দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়া নয়  » «  
সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন

মৌলভীবাজার ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক পূণর্মিলনী ও নতুন কমিটির অভিষেক
রুহুল আমীন চৌধুরী সভাপতি ও রুহুল আমীন রুহেল সাধারণ সম্পাদক



সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

 

ম্যানচেস্টার মৌলভীবাজার ডিষ্ট্রিক ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক পূণর্মিলনী নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান। এ উপলক্ষে ৯ সেপ্টেম্বর রবিবার মানচেস্টারের স্থানিয় একটি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আকলাকুর রহমান তোফায়েলের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই জাতীয় সংগীত ও স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদের সম্মানে দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
সংগঠনটির বিদায়ী সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে ও রুহুল আমীন রুহেলের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন  বিদায়ী সভাপতি ফারুক আহমেদ। তিনি তার বক্তব্যে সংগঠনের বিগত বছরের বিভিন্ন কর্মকান্ড ও আয়-ব্যয়ের হিসাব সবার সামনে তোলে ধরেন।

সংগঠনের ভ্যবিষ্যত পরিকল্পনা ও বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন- এস এম কামাল উদ্দিন,মইন আহমেদ লিটন, এমাদ চৌধুরী,ইসতেয়াক আহমেদ সুমন সহ আরো অনেকে।

উক্ত অনুষ্ঠানে মৌলভীবাজারবাসী ছাড়াও অন্যান্য কমিনিউটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের সভাপতি সুরাবুর রহমান,সাধারণ সম্পাদক এড.মীর গোলাম মস্তফা,ম্যানচেস্টার বিএনপির সভাপতি কামাল হুসাইন,বিশিষ্ট কমিনিউটি ব্যক্তিত্ব ও ব্যাবসায়ী আব্দুল মন্নাফ,সাংবাদিক ফারুক যোশী, আফজাল রাব্বানী, জুনেদ আহমেদ,সৈয়দ সাদেক আহমেদ,জাফর আহমেদ প্রমুখ।

রুহুল আমীন চৌধুরী মামুন কে সভাপতি ও রুহুল আমীন রুহেল কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নেতৃবৃন্দকে সবার মাঝে পরিচয় করিয়ে দেন বিদায়ী সভাপতি ফারুক আহমেদ।

প্রসঙ্গত  গ্রেটার ম্যানচেস্টার মৌলভীবাজার ডিষ্টিক ওয়েলফেয়ার এসোসিয়েশন প্রতিষ্ঠালগ্ন থেকেই গ্রেটার ম্যানচেস্টারের বিভিন্ন সামাজিক কর্মকান্ডে ব্যাপক অংশগ্রহন ও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করার পাশাপাশি বাংলাদেশের হত দরিদ্র জনসাধারণের সাহায্যার্থে সংগঠনটি কার্যক্রম পরিচালনা করে আসছে।

 

কণ্ঠ: সাবিনা ইয়াসমিন


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন