“কুমিল্লার শ্যামল মায়ায় মেঘনা উদাস, কন্ঠে তাঁহার মনিহার গোমতি তিতাস” স্লোগানে কুমিল্লা প্রবাসী সোসাইটির নবম বর্ষে পদার্পণ ও পূনর্গঠিত কমিটির অভিষেক হয় । রিয়াদের স্হানীয় একটি অভিজাত পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন । প্রধান অতিথি ছিলেন, সিভিক ডেভেলেপমন্টের চেয়ারম্যান আলী আকবর । বিশেষ অতিথি ছিলেন, রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিস্টার ডক্টর আবুল হাসান।
রাসেদ আল করিম সজিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক আবুল বশির, শামিম ভূঁইয়া, মাহবুবুল হক পাপ্পু, নাজমুল হাসান, শেখ জামাল, নুরুল আমিন, মীর হোসেন, ইব্রাহীম, নুরুল আলম, আসাদুজ্জামান, ফারুক হোসেন সহ আরও অনেকে ।
আরিফুর রহমান টিটুর পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে স্হানীয় শিল্পীদের অভিনীত প্রবাসী জীবনযাপন নিয়ে রচিত “রেমিট্যান্স যোদ্ধা” নাটিকা মঞ্চস্থ করে “রিয়াদ বাংলাদেশ থিয়েটার” ।