সংযুক্ত আরব আমিরাতের আজমানে বাংলাদেশি স্কুল প্রতিষ্ঠার লক্ষে নানা সংগঠনের সাথে মতবিনিময় করছেন বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল ইকবাল হোসেন খান ও বাংলাদেশ সমিতি শারজাহ শাখা। এরই ধারাবাহিকতায় শনিবার আজমানস্থ বাংলাদেশি ব্যবসায়িদের সাথে এক মতবিনিময়ের আয়োজন করা হয়। স্থানীয় একটি রেস্তোরায় এর আয়োজন করে বাংলাদেশ বিজনেস ফোরাম।
সংগঠনের সিনিয়র সহ সভাপতি কামাল হোসেন সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বারেকুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে কনসাল জেনারেল ইকবাল হোসেন খান বলেন- উত্তর আমিরাতে বাংলাদেশি স্কুল নেই। আমিরাতের আজমানে বাংলাদেশি পতাকাবাহি একটি স্কুল প্রতিষ্ঠায় বাংলাদেশ সমিতির অধীনে সবাইকে এগিয়ে আসতে হবে। তাই প্রত্যেককে ১৫৫০ দেরহাম দিয়ে সমিতির আজীবন সদস্য হয়ে স্কুল প্রতিষ্ঠায় এগিয়ে আসতে তিনি আহবান জানান।
এ সময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতির সিনিয়র সহ সভাপতি ইসমাইল গণি চৌধুরী, সাধারণ সম্পাদক শাহ মাকসুদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান ও কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ।
বিজনেস ফোরামের পক্ষে বক্তব্য রাখেন সহ সভাপতি মনসুর খলিল, আহসান হাবীব, বদরুল হুদা, মকবুল হোসেন, আব্দুস সাত্তার ও জাকারিয়া মজুমদার সহ আরো অনেকে।