বলা হয়ে থাকে বাঙালি যেখানে গেছে সেখানে তার সংস্কৃতি ,ঐতিহ্যকে সঙ্গে নিয়েই গেছে। এবং ধীরে ধীরে সেখানে উচ্চারিতভাবে প্রকাশ করেছে বাঙালি সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের নানা দিক।
বাংলাদেশ থেকে প্রায় ৮ হাজার নটিকেল মাইল দূরত্বে লন্ডনে সাহিত্য ও সংস্কৃতির এক আলোকিত স্ফোরণ ঘটেছে ৮ম বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সংস্কৃতি উৎসব ২০১৮ তে। পূর্ব লন্ডনের ব্রার্ডি আর্ট সেন্টারে ২২ ও ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত দুই দিন ব্যাপী অনুষ্ঠানে বইমেলার সাথে ছিল নানা আয়োজন।
অমর একুশে গাণের রচয়িতা বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী বর্ণাঢ্য অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। উৎসবে সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ কর্তৃক প্রবর্তিত আব্দুল মতিন সাহিত্য পুরস্কার প্রদান করা হয়েছে বিশিষ্ট লেখক রব্বানী চৌধুরী কে এবং তাসাদ্দুক আহমদ পুরস্কার পেয়েছেন সাংবাদিক ও প্রকাশক বিশ্বজিত সাহা।
কণ্ঠ: সুমু মির্জা