যদি কারও উপার্জন বৈধ না হয় তাহলে তার কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। আমরা ব্যক্তি জীবনে যতই ধার্মিক হওয়ার চেষ্টা করি, যদি আয়-রোজগার হালাল না হয় তাহলে সব বৃথা। চট্রগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব সাইয়েদ মুহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবিরী এ কথা বলেন। তার সম্মানে রিয়াদ আজিজিয়া সবজি মার্কেট বাংলাদেশি ব্যবসায়ী পরিষদ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দেলোয়ার হুসেন। ইসলামিক আলোচনায় অংশ নেন সৌদি আদালতে দ্বোভাষি শেখ সুহাইল উল্লাহ, মাওলানা শফিকুল ইসলাম, আলাউদ্দিন, কবির হুসেন, জাকির হুসেন সহ আরও অনেকে ।
তিনি আরও বলেন, এবাদত কবূল হওয়ার শর্ত হলো হালাল উপার্জন । হারাম উপার্জনে চলছে জীবন কিন্তু সেজদাহ করতে করতে কপালে কালো দাগ পড়লেও কোন লাভ হবে না । তাই হালাল উপার্জনের কোন বিকল্প নাই ।