পূর্ব লন্ডনের ঐতিহ্যবাহী বায়তুল আমান মসজিদ এন্ড কালচারাল সেন্টারের উদ্যোগে ২২ আগস্ট বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে সামার কেরাত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান।
সন্ধ্যা সাড়ে ৬ টায় বায়তুল আমান জামে মসজিদের প্রেয়ার হলে মসজিদের খতিব মাওলানা মো. আব্দুল মালিক চৌধুরীর সভাপতিত্বে ও প্রশিক্ষণ কোর্সের প্রধান শিক্ষক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়খুল হাদিস আল্লামা মো. হবিবুর রহমান।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি স্পীকার কাউন্সিলার আহবাব হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হ্যামেলটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলার সিরাজুল ইসলাম।
জুবায়ের আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় এছাড়াও বক্তব্য রাখেন মসজিদ কমিটির সভাপতি মো. সাইফুল ইসলাম শিপু, সাধারণ সম্পাদক শাহ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ আব্দুল লতিফ নিজাম, সাবেক সভাপতি হাজী আব্দুস সোবহান বারী, মোহাম্মদ আলী রিংকু, আলীমুজ্জামান, ফারুক আলী, দিলু চৌধুরী।
দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের সিলেবাস অনুয়ায়ী জামাতে রাবে পর্যন্ত ৫ সপ্তাহের কোর্সে বিভিন্ন বয়সের প্রায় শতাধিক নারী, পুরুষ, শিশু, কিশোর অংশ নেয়। এতে শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত ও সূরা মশক দেয়া হয়।
অতিথিবৃন্দ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের প্রয়োজনীয়তা তুলে ধরে সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা অর্জনের উপর গুরুত্ব আরোপ করেন।
বক্তারা মসজিদ কর্তৃপক্ষের এধরনের আয়োজনেকে সাধুবাদ জানিয়ে সংস্লিষ্ট শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রশংসা করেন ও ধন্যবাদ জামান।
পুরস্কার বিতরণী ও সার্টিফিকেট প্রদান শেষে বিশ্বের মানুষের শান্তি কামনা মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আল ইসলাহ গ্রেটার লন্ডন ডিভিশনের সভাপতি মাওলানা হাফিজ কয়েছ উজ্জামান, মেম্বারসীপ সেক্রেটারী মো. আব্দুল জব্বার, শিক্ষক মাওলানা কামাল হোসেন, মাওলানা হাফিজ আনোয়ার হোসেন, ক্বারী সুফিয়ান বিল্লাহ, ক্বারী আব্দুল কাদির, মাওলানা মোহাম্মদ আলী, কমিউনিটি নেতা হাফিজ আদিল আহমেদ, আলহাজ্ব আব্দুল রশিদ ডালিম, হাজি মন্তাজ আলী, হাজী ইরন আলী, মো. ইলিয়াস আহমদ, আরজু মিয়া, হাজী আব্দুল হেলাল উদ্দিন, আব্দুস সালাম, সৈয়দ তারেক, কবির আহমদ, শেখ আমজাদ হোসেন, আবুল কালাম, আব্দুল আজিজ, আব্দুল আহাদ, সাংবাদিক জাকির হোসেন কয়েছ, আহাদ চৌধুরী বাবু ও শামসুর সুমেল প্রমুখ।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী, অভিভাবক ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।