২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে ছাত্রলীগ স্পেন শাখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রলীগ স্পেন শাখার সাবেক সভাপতি মো. ইসমাইল হোসাইন রায়হান। অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুন নূর নীরব। শুরুতে কোরআন তেলাওয়াত করেন আইয়ূব আলী সোহাগ। স্বাগত বক্তব্য রাখেন স্পেন ছাত্রলীগ নেতা বাপ্পি রহমান নাবিল।
প্রধান অতিথি ছিলেন স্পেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ এসোসিয়েশন স্পেন এর ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নয়ন।
বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী মো.আব্দুস সাত্তার,স্পেন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক দুলাল সাফা, কাদের ঢালী, আব্দুর রহমান, স্পেন আওয়ামী লীগের সদস্য তামিন চৌধুরী, আইয়ূব আলী সোহাগ, বোরহান উদ্দিন, আক্তার উজ জামান, সায়েম সরকার,আওয়ামী লীগ নেতা মো. ইসলাম, আলমগীর, মাছুম, জালাল, বকুল, কামরুল, মহু ও অলী।
উপস্থিত ছিলেন অল ইউরোপিয়ান বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বকুল খান, যুগ্ম সাধারণ সম্পাদক কবির আল মাহমুদ, সাহিত্যিক ফখরুদ্দিন রাজী, বাংলাদেশ প্রেস ক্লাব ইন স্পেনের সভাপতি এ কে জহিরুল ইসলাম, সহ-সভাপতি ইব্রাহিম খলিল, স্পেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,যুবলীগ নেতা ইফতেখার আলম, মকবুল হক, আহাদ, স্পেন ছাত্রলীগ নেতা, বাপ্পি রহমান নাবিল, সাব্বির আহমেদ, সায়েক মিয়া, কাওছার আহমেদ, সাইফুর রাহমান রাজিব, কে এম সফিকুন নুর, রাজু আহমেদ, সাদেক লস্কর, শাওন মিয়া, মোহাদ্দিস মিয়া, জুনেল আহমেদ প্রমুখ।
প্রধান অতিথি জহিরুল ইসলাম নয়ন বলেন, স্পেন আওয়ামী লীগ যে কাজ করতে পারে নি, সেকাজ ছাত্রলীগ স্পেন শাখা করে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। তাই অনুষ্ঠানের সভাপতি ইসমাইল হোসাইন রায়হানসহ ছাত্রলীগের সবাইকে তিনি ধন্যবাদ জানান।
স্পেন আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য তামিন চৌধুরী বলেন, স্পেন ছাত্রলীগের একমাত্র অভিভাবক দেশরত্ন শেখ হাসিনা। স্পেন ছাত্রলীগকে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যেতে হবে।
ছাত্রলীগ স্পেন শাখার সদ্যসাবেক সভাপতি ইসমাইল হোসাইন রায়হান বলেন, ২১ আগস্ট আওয়ামী লীগকে হত্যা করার জন্য পরিকল্পিতভাবে দেশরত্ন শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা চালানো হয়। আমরা স্পেন ছাত্রলীগের পক্ষ থেকে ২১ আগস্টের পেছনে যাদের হাত রয়েছে, তাদের প্রত্যেককে ফাঁসির রায় দিতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে।
মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করেন স্পেন আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক মো. ইসলাম।