সৌদি আরবে বাংলাদেশিদের জনপ্রিয় ফেসবুক পেইজ “আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশী” উদ্যোগে আয়োজিত ঈদ উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ব্যবসায়ী ও সমাজসেবক মীর রাসেল সুজন (সিআইপি) । রিয়াদে ইস্তেরাহা নুরমাছে সন্ধ্যার পর থেকে শুরু হওয়া জমকালো এই আয়োজনে সকল শ্রেনীর প্রবাসীদের উপচেপড়া ভীড় ছিল লক্ষনীয়। ইমু ও সুমাইয়া যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন ।
আব্দুল হালিম নিহন ও আসিফ মাহমুদ আপেলের পরিকল্পনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও রাজনীতিবিদ কারী আব্দুল হাকিম, বিশেষ অতিথি হিসেবে কবি ও সাহিত্যিক শাহজাহান চঞ্চল, রিয়াদ বাংলাদেশ স্কুল এন্ড কলেজ বাংলা শাখার ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমূখ।
উৎসবে বাংলাদেশী পরিচালনাধীন প্রাণ, ঢাকা মেডিকেল সেন্টার, প্রিমিয়াম সুইটস এন্ড রেস্টুরেন্ট, প্রিন্ট টুডে , ফয়সাল সি সি টিভি , ফারিস মিনারেল ওয়াটার, ফারিস আল রিম, হামিদি কার সেন্টার রিয়াদ, মরজিনা টাওয়ার এবং গালা রিসোর্ট সহ ১০টি কোম্পানি স্পন্সর ছিলেন।