বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ইরানে আগেও সরকার হটিয়েছে যুক্তরাষ্ট্র, তার কী ফল হয়েছিল?  » «   ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন ট্রাম্পের  » «   আয়াতুল্লাহ আলি খামেনি কে, কেন এত গুরুত্বপূর্ণ?  » «   ‘ইরান আত্মসমর্পণ করবে না’ : জাতির উদ্দেশে খামেনির ভাষণ  » «   ঐকমত্য কমিশনের বৈঠকে হট্টগোল, সংলাপে ফিরে জামায়াত বললো-ইউনূস ‘নিরপেক্ষতা’ হারিয়েছেন  » «   ইরান-ইসরায়েল সংঘাত : রাশিয়া কোন পক্ষে?  » «   নির্বাচন হলেই তাদের বিপদ: জামায়াতকে ফখরুলের কটাক্ষ  » «   দশ মাস পরও ভাঙ্গা হচ্ছে ভাস্কর্য, ‘অঞ্জলি লহ মোর’ নিয়ে সমালোচনার ঝড়  » «   আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে রোহিঙ্গা শরণার্থীরা  » «   লন্ডনের স্বাস্থ্যকর স্কুল অ্যাওয়ার্ড অর্জনে শীর্ষে টাওয়ার হ্যামলেটস  » «   “মেয়র’স ডিসঅ্যাবিলিটি রোড শো” অনুষ্ঠিত  » «   আমিরাতে হিজরি নববর্ষ উপলক্ষে ছুটি : পাবেন প্রবাসীরাও  » «   আমিরাতের ভিসা অনিয়মকারীদের মধ্যে ২৫ শতাংশের বেশি বাংলাদেশি  » «   মেয়েকে ধর্ষণের দায়ে সৎ বাবার ফাঁসি  » «   তেহরানে ইসরায়েলি হামলায় গুঁড়িয়ে গেল বাংলাদেশি কূটনীতিকের বাসভবন  » «  

দুই বিশিষ্ট ব্যক্তির সাথে জালালাবাদ এসোসিয়েশনের মতবিনিময়



 

যুক্তরাষ্ট্র সফররত জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট আবু জাহির (হবিগঞ্জ ৩) এবং যুক্তরাজ্য থেকে প্রচারিত চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি‘র যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে নিউ ইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

৪ঠা আগষ্ট রবিবার সংগঠনের সভাপতি বদরুল খানের সভাপতিত্বে এবং সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ ও কোষাধ্যক্ষ আতাউল গণি আসাদ’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এ্যাডভোকেট আবু জাহির বিশেষ অতিথি  ছিলেন যুক্তরাজ্য থেকে প্রচারিত চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী।

অতিথিবৃন্দ নিজেদের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়ন ও  নানাবিদ সমস্যা চিহ্নিত করে এসব নিরসনে দেশের রাজনীনিতে এবং  মিডিয়ার কাংখিত ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। নিজ নিজ অবস্থান থেকে সাধ্যমত দেশের কল্যাণে প্রবাস থেকে কাজ করার আহ্ববান জানিয়ে বলেন- বাংলাদেশ নানা সমস্যায় জর্জড়িত হলেও দেশ সার্বিকভাবে এগিয়ে যাচ্ছে এবং এর পেছনে প্রবাসীদের ভূমিকাকে কোনভাবে খাটো করে দেখার সুযোগ নেই। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে চলমান রেমিটেন্স পর্যন্ত প্রবাসীরাই অগ্রনী হয়ে আছেন।

কমিউনিটির  বিভিন্ন পেশার ব্যক্তিবর্গের ব্যাপক উপস্থিতিতে  বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশনের উপদেষ্টা আব্দুস সালাম, সাবেক সভাপতি আব্দুল বাছিত ও শামসুন্নাহার মিতা, ডেমোক্রেটনেতা আব্দুশ শহীদ, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান, গীতিকার গৌছ উদ্দিন, সাংবাদিক আবু তাহের ও রশিদ আহমদ, মাওলানা সাইফুল সিদ্দিকী, সোনার বাংলার পিপল সার্ভিসেস’র পরিচালক ছরওয়ার হোসেন, কমিউনিটি নেতা সাগর মোহাম্মদ ছানু, যুবসংগঠক সাহিদ সিরাজ সৌরভ প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা সংবর্ধিত দুই  অতিথির জীবনের নানা অর্জন এবং মানুষের কল্যাণে তাদের নানামুখি কর্মকান্ডের উপর আলোকপাঁত করেন এবং আগামীতেও এই ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ও সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথিএ্যাডভোকেট আবু জাহির  এমপি  বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের উপর আলোকপাঁত করে  বলেন, আমরা যতোই সমালোচনা করিনা কেন, এটা স্বীকার করতেই হবে যে, বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।  তিনি সিলেটের উন্নয়নে বর্তমান সরকার ও বৃহত্তর সিলেটের সংসদ সদস্যদের ব্যাপক আন্তরিকতার  আছে বলেও উল্লেখ করেন।

বিশেষ অতিথি চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি  যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটির উন্নয়নে তার নানাবিধ কর্মকান্ডের অভিজ্ঞতার আলোকে আর্থ সামাজিক ক্ষেত্রে  যুক্তরাষ্ট্রে বাংলাদেশী প্রবাসীদের  সাফল্যময়  উজ্জ্বল ভবিষ্যত প্র‍ত্যাশা করেন।

নতুন প্রজন্মদের  শিক্ষা ও কর্মক্ষেত্রে  মূলধারায় যুক্ত হওয়াকে অত্যন্ত ইতিবাচক হিসাবে মন্তব্য করে বলেন, আমার বিশ্বাস, নতুন প্রজন্ম যুক্তরাষ্ট্রেও বাংলাদেশকে আরও বেশী করে আলোকিতভাবে উপস্থাপন করবে।

সংগঠনের সভাপতি বদরুল খান সমাপনি বক্তব্যে  অতিথিসহ সবার প্রতিকৃতজ্ঞতা জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সাবস্ক্রাইব করুন
পেইজে লাইক দিন