যুক্তরাজ্যবাসী বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান এর জানাজা আগামীকাল ৮ আগষ্ট বৃহস্পতিবার বাদ যোহর ইষ্ট লন্ডন মসজিদে অনুষ্ঠিত হবে।পরে তাঁকে গার্ডেন অফ পিস (Five Oaks 1-2, Five Oaks Lane, Chigwell IG7 4QP) এ দাফন করা হবে বলে তার জামাতা সাজ্জাদুর রহমান জানিয়েছেন এবং পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেছেন।
প্রসঙ্গত যুক্তরাজ্যবাসী বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান গত ৬ আগষ্ট মঙ্গলবার বার্মিংহাম সিটি হাসপাতালে বিকাল ৬টা ১৮ মিনিটে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। স্বাধীনতা যুদ্ধের অকুতোভয় এই যোদ্ধা গত তিন সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন।
বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান এর বাড়ী সিলেট বিয়ানীবাজারের মাথিউরা (পূর্বপার)। প্রবাস জীবনের বেশীরভাগ সময় লন্ডনে বসবাস করলেও গত কয়েক বছর থেকে তিনি বার্মিংহামে বসবাস করছিলেন। মতিউর রহমান ৩ ছেলে ও ৪ মেয়ের জনক।
বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান অত্যন্ত স্বজ্জন, স্পষ্টবাদি এবং পরপোকারী হিসাবে কমিউনিটিতে পরিচিত ছিলেন।
মুক্তিযুদ্ধের প্রথম পর্যায়ে তিনি বাংলাদেশে অবস্থান করলেও পরবর্তি পর্যায়ে তিনি ভারতে গিয়ে রণকৌশলে ট্রেনিং নেন এবং সেক্টর কামান্ডার লেফটেনেন্ট কর্ণেল মীর শওকত আলীর অধীনে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সরাসরি পাকিস্তানী হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করে বীরত্বের পরিচয় দেন।
আরও সংবাদ: