প্রবাসীদের সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করেছেন সিলেট ২ আসনের সাংসদ মোকাব্বির খাঁন। গত মঙ্গলবার ৩০জুলাই হাইডের স্থানীয় এক রেস্টুরেন্টে বিশ্বনাথ ওসমানীনগরবাসী প্রবাসীদের এক গণসংবর্ধনা সভায় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন ।
হাইড কমিউনিটির ব্যাক্তিত্ব ফারুক আহমেদ এমবিই’র সভাপতিত্বে ও সাংবাদিক এবং জাস্টহেলপ ফাউন্ডেশন এর চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয় । এতে বক্তব্য রাখেন অধ্যাপক নুরুজ্জামান মনি,নাসির খাঁন সোয়েব,আবুল কালাম আজাদ,আফজাল রব্বানী,আনসার হোসেন প্রমুখ ।
বক্তারা ঢাকা এয়ারপোর্টে প্রবাসীদের হয়রানি ,প্রবাসীদের জমি দখল ,সম্পদ ক্রয় বিক্রয় করতে সমস্যাসহ নানা বিষয় তুলে ধরেন। এইসব সমস্যা সমাধানে লক্ষ্য জাতীয় সংসদে অবিলম্বে এগুলো তুলে ধরার আহবান জানান তাঁরা। দীর্ঘদিন যাবত প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের আশ্বাস দিয়েও তা বাস্তবায়নের কোন উদ্যোগ গ্রহন না করায় সভায় ক্ষোভ প্রকাশ করা হয়। এই সব দাবী বাস্তবায়নের জোরদাবী জানানো হয়।আলোচনা সভায় সাস্প্রতিক সময়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটায় উদ্বেগ প্রকাশ করা হয়।
প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতিতে যে অবদান রাখছেন প্রধান অতিথি মোকাব্বির খাঁন তা তুলে ধরে বলেন আপনাদের দাবিগুলোর আমি সংসদে তুলে ধরব এবং বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাবো ।অনুষ্ঠানে হাইড কমিউনিটি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শহর থেকে প্রবাসীরা অংশগ্রহণ করেন ।
কণ্ঠ: সাবিনা ইয়াসমিন