বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাহাঙ্গীর আলমকে স্পেনে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (২৮ জুলাই) মাদ্রিদের একটি রেস্তোরাঁয় রংপুরবাসীর ব্যানারে এ সংবর্ধনা দেয়া হয়।
রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও আবু বক্কর সিদ্দিক বক্করের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত বিশেষ অতিথি ছিলেন র্যাবের পরিচালক (অপারেশন) জাহাঙ্গীর হোসেন মাতব্বর, বিপিএম, পিপিএম।
সংবর্ধিত জাহাঙ্গীর আলম তাকে সংবর্ধনা প্রদান করায় রংপুরবাসীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অনেক বেশি উল্লেখ করে তিনি বলেন, রেমিটেন্স যুদ্ধাদের কল্যাণে বাংলাদেশ সরকার আন্তরিক এবং প্রবাসীদের সমস্যা সমাধানেও নানা কর্মসূচি গ্রহণ করেছে সরকার।
জাহাঙ্গীর আলম প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগ করার অনুরোধ জানান ও সবার প্রতি সহমর্মিতা রেখে ঐক্যবদ্ধভাবে চলার আহ্বান জানান, যাতে প্রবাসেও বাংলাদেশের মুখ উজ্জ্বল হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মনোয়ার হোসেন মনু, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি আল মামুন, বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান, আওয়ামী লীগ নেতা একরামুজ্জামান কিরন, কমিউনিটি নেতা আবু সায়েম, সুরুজ্জামান, নূর মোহাম্মদ রিপন, খন্দকার আমিনুর রহমান আনজু, আব্দুর রহিম, নাসিরুল ওয়াহাব অপু, শফিকুল ইসলাম রিপন, রফিক আহমেদ, রফিকুল ইসলাম রঞ্জু প্রমূখ।