বাংলাদেশের প্রাচীন ঐতিহ্যবাহি খেলাধুলা নিয়ে গত ২১ জুলাই রোববার ঐতিহাসিক স্মলহিথ পার্কে বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকের আয়োজনে চতুর্থ ‘ক্রীড়া মেলা বার্মিংহাম-২০১৯’ সম্পন্ন হলো ৷ব্রিটেন ও বাংলাদেশের জাতীয় সংগীত গেয়ে লাল-সবুজের বেলুন উড়ানোর মধ্যি দিয়ে এ মেলা উদ্বোধন করেন লেবার এম পি জেস ফিলিপস । দিনব্যাপী এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্মিংহামস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম ।পরে সংকিপ্ত বক্তব্য রাখেন জেস ফিলিপস এম পি,কাউন্সিলর সাদেক মিয়া সামসু,বাংলা ভয়েস সম্পাদক মুহাম্মদ মারুফ, ৫২বাংলাটিভিডটকম’র প্রধান সম্পাদক-কলামিস্ট ফারুক যোশী,বার্মিংহাম আওয়ামীলীগ সেক্রেটারি মাহবুবুল আলম চোধুরী মাখন ও সহ সাধারণ সম্পাদক কামাল আহমেদ ।
পর পর তিনবার সফলতার পর চতুর্থবার ঐতিহাসিক স্মলহিথ পার্কে এবারকার আয়োজনেও চিরপরিচিত বাংলাদেশই উঠে এসেছে এই অভিবাসের এই যান্ত্রিকতায়। শৈশবের স্মৃতি নিয়ে জওয়ান-বুড়া খেলেছেন তালের সাথে তাল মিলিয়ে চমৎকার রুদ্রৌজ্জ্বল দিনে।
ক্রীড়া উৎসবে অন্যতম আকর্ষণ ছিল লন্ডন বাংলা প্রেসক্লাব বনাম বার্মিংহাম বাংলা মিডিয়া ফুটবল ম্যাচ । খেলাটি নির্ধারিত সময়ে ৫-৫ গোলে ড্র হলে পেনাল্টি শটে বার্মিংহাম ২-০ গোলে জয়লাভ করে । মেলায় কাবাডি ম্যাচ বাংলাদেশ হাইকমিশন বনাম বার্মিংহাম কমিউনিটির মধ্যকার ম্যাচ বার্মিংহাম কমিউনিটি ১-০ পয়েন্টে জয়লাভ করে । পুরো মেলায় বাঙালিদের হৃদয় জয় করেছেন ব্রিটিশ এমপি জেস ফিলিপস তিনি আমাদের ঐতিহ্যবাহী খেলা সুই-সুতা দৌড়ে নিজে অংশগ্রহণ করেন । তাছাড়া কাউন্সিলর সাদেক মিয়া সামসু ও মায়া আলীর খেলায় অংশগ্রহণ করেন।
এ ক্রীড়া মেলায় বার্মিংহাম সহ ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আসা ছোট বড় সবার অংশ গ্রহণে একদিনের জন্য হলেও মুখরিত হয়ে উঠে স্মলহিথ পার্ক। একটুকরো বিস্কুটের জন্য দৌড়,কাবাডিতে দাগ দাগ কিংবা চোখ বেঁধে লাঠি দিয়ে শৈশবের পুরো স্মৃতি দিয়ে মাটির হাড়ি ভাঙা,চেয়ার দৌড়ের একটি চেয়ার আসন পেতে অথবা প্রিয় লুডু খেলায় ছক্কা’র উচ্ছাসে উচ্ছসিত হয়ে উঠেন অংশগ্রহনকারী ত্রীড়ামোদীরা ৷ এই খেলা গুলো খেলতে মায়ের আদরের বকুনি সহ হারিয়ে যাওয়া অবলুপ্ত খেলা গুলো আবার ফিরে পেলো সবাই ৷ নতুনরা আমাদের খেলার সাথে পরিচিত হয়ে পেলো আমাদের শিকড়ের সন্ধান ৷
বিভিন্ন খেলায় বিজয়ীরা হচ্ছেন:হাড়ি ভাঙা :প্রথম-মনিকা, দ্বিতীয়-তাহেরা বেগম, লুডু : প্রথম-বিউটি আক্তার,দ্বিতীয়-তাসলিমা বেগম,মহিলাদের মার্ভেল দৌড়ে প্রথম-রিমা, দ্বিতীয়-কানিজ ফাতেমা।মহিলাদের সুই-সুতা দৌড়:প্রথম-লায়লা বেগম,দ্বিতীয়-বিউটি
ছোট বাচ্চাদের মার্বেল দৌড়:প্রথম-খাদিজা,দ্বিতীয়-জাকের ।পুরুষ ১০০ মিটার দৌড়:প্রথম-মিজানুর রহমান,দ্বিতীয়-আব্দুল কাদির চোধুরী মুরাদ।শিশুদের মিক্স দৌড়:প্রথম-ইমা,দ্বিতীয় সিলভিয়া বিস্কুট দৌড় মহিলা :প্রথমমনিকা,দ্বিতীয়-বিউটি।দৌড় মহিলা:প্রথম সৈয়দা পারভীন লাভলী,দ্বিতীয়-সাজিদা আক্তার।বিস্কুট দৌড় পুরুষ :প্রথম-খালেদ,দ্বিতীয় করিম।মহিলাদের মিউজিক্যাল চেয়ার:প্রথম শারমিন,দ্বিতীয় তাহেরা বেগম।শিশুদের দড়ি ফাল:প্রথম জেরিন,দ্বিতীয় ফারিয়া। মহিলাদের দড়ি ফাল: প্রথম:সাজিদা আক্তার,দ্বিতীয় সুলতানা। ব্রিটিশ বাংলা চেস এসোসিয়েশনের আয়োজনে মেলায় সত্যবাণীর উপদেষ্টা সম্পাদক আবু মুসা হাসানের তত্ত্বাবধানে দাবা টুর্নামেন্ট অনুষ্টিত হয় ৷
পুরো টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণী অনুষ্টানে ক্রীড়া পরিষদের সভাপতি সাব্বির হোসেনের সভাপতিত্বে এবং সম্পাদক সাহিদুর রহমান সুহেলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক চোধুরী। এসময় তাঁর সাথে আরো উপস্হিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি ব্যারিস্টার তারেক চোধুরী,৫২বাংলাটিভিডটকম’র প্রধান সম্পাদক কলামিস্ট ফারুক যোশী, সত্যবাণী সম্পাদক সৈয়দ আনাস পাশা,বাংলা ভয়েস সম্পাদক মুহাম্মদ মারুফ,ক্রীড়া সংগঠক আমিন বাবর চোধুরী,নাট্যকার মুরাদ খান,কামাল আহমেদ ।
উপস্থিত সবাই আয়োজকদের এ উদ্যোগের প্রশংসা করে এমন আয়োজন কমিউনিটির সর্বস্থরের সবাইকে নিয়ে এ ধরণের মেলা অব্যাহত রাখতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন ৷মেলার সার্বিক সহযোগিতায় ছিলো লন্ডন বাংলা প্রেসক্লাব,জনমত, সুরমা, পত্রিকা, দেশ,বাংলা কাগজ, বাংলা ভয়েস, বাংলা মেইল, বাংলা পোস্ট ,কারীলাইফ, সত্যবাণী ,জি টেন প্রিন্টার্স।